কোচবিহারের মাথাভাঙা শহর সংলগ্ন মানসাই নদী। সেই নদীতেই এবার মিলল ইলিশ মাছ। উত্তরবঙ্গের এই নদীতে ইলিশ মেলা একদম বিরল ঘটনা না হলেও তা বেশ অবাক করা ঘটনা বটে। প্রায় ৪০০ কিলোমিটার উজিয়ে ইলিশ গিয়েছে এই নদীতে। এর ফলে খুশি সেখানকার স্থানীয় মত্সজীবীরা। মানসাই নদীটি বাংলাদেশে ঢুকে মিশেছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে মিশেছে পদ্মার সঙ্গে। পদ্মা থেকে মানসাইয়ের নদীপথে দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। এতটা নদীপথ উজিয়ে খুব সংখ্যক ইলিশ মানসাই নদীতে আসে। স্থানীয়দের দাবি, তিনবছর আগে অবশ্য মানসাইতে ভালো পরিমাণ ইলিশ ধরা পড়েছিল। আর এবছরও ভালো ইলিশ ধরা পড়ার ইঙ্গিত মিলেছে।মাথাভাঙা সংলগ্ন এলাকায় থাকা মত্সজীবীরা ইলিশ ধরার তোড়জোর শুরু করেছেন। সম্প্রতি ভোগডাবরি এলাকার মত্সজীবীদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ার পরই বাকি মত্সজীবীরাও আশায় বুক বেঁধেছেন। সবার আশা, নভেম্বর জুড়ে মানসাইয়ে জলে মিলবে রুপোলি শস্য। এই মাছের স্বাদ গঙ্গা-পদ্মার মাছের মতো অতটা না হলেও স্থানীয় ভাবে ধরা পড়া মাছের চাহিদা নেহাতই কম নয়।