গোষ্ঠীকোন্দল রুখতে দলনেত্রীর নির্দেশের পরেও তৃণমূলের মন্ত্রীর সামনে প্রতিমন্ত্রী ও পুর প্রশাসকের মারপিট দেখেছে রাজ্যবাসী। এর✱ পর তৃণমূলের অন্দরে শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে দলের ভিতরেই। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর মুখরক্ষায় ময়দানে নামল পুলিশ। বুধবার রাতে হাওড়া কার্নিভালে গোলমাল পাকানোর জন্য ২ জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ওই ঘটনার পর বন্ধ হয়ে যায় কার্নিভাল। যা নিয়ে বৃহস্পতিবার ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
🦹জগাছা থানা সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে হাওড়া কার্নিভালে পার্কিং ফি তোলা নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে। যোগ করা হয়েছে অশান্তি ছড়ানো, মারপিটের অভিযোগ। সেই মামলায় রাজ জালান ও আকাশ দত্ত নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁদের আদালতে পেশ করা হবে।
বুধবার রাতে হাওড়ার ডুমুরজলায় হাওড়া কার্নিভালে পার্কিং ফি আদায় নিয়ে পুর প্রশা𝕴সক সুজয় চ♑ক্রবর্তী ও বিধায়ক মনোজ তিওয়ারির অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। মনোজের দাবি, বেআইনিভাবে পার্কিং ফি আদায় করছিলেন সুজয় চক্রবর্তীর অনুগামীরা। প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। পালটা মনোজের অনুগামীদের বিরুদ্ধে আপ্ত সহায়ক সৌরভ দত্তকে মারধরের অভিযোগ তোলেন সুজয়বাবু। এই ঘটনার পর বুধবার রাত ৮টা নাগাদ বন্ধ হয়ে যায় কার্নিভাল।
বৃহস্পতিবার সকালে ডুমুরজলা হেলিপ্যাড থেকে চাকলা যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠার সময় মুখ্যমন্ত্রী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা আমি সমর্থন করি না। এটা একেবারেই ঠিক হয়নি। পুর প্রশাসক নিজের মতো আইন মেনে কাজ করবেন। কেউ♔ বাধা দেওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। অরূপ বিশ্বাস আজ ওখানে যাবেন।’ একথা বলে চাকলায় গিয়ে দলীয় সভা থেকে দলে গোষ্ঠীদন্দের বি💟রুদ্ধে তাঁর কড়া অবস্থানের কথা ঘোষণা করেন মমতা।
তিনি বলেন, আমি কোনও ঝগড়া বরদাস্ত করব না। আমাকে ৩৬৫ দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি পার্টিটাকে ভালো না বেসে নিজেকে ভালোবাসব, সেটা হবে না। সেটা করা যাবে না তৃণমূলে। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার। এটা মাথায় রাখতে হবে। আমি꧅ বড় তাই আরেকজনকে পাত্তা দিলাম না। এটা সংগঠনের কাজ নয়। ছোট – বড় কেউ নিজে ঠিক করে না’।
এর পর বেলা তিনটে নাগাদ ডুমুরজলা পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস। তার আগেই দলনেত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এক✨প্রস্থ বচসা হয় মনোজ ও সুজয়ের। এর পর মন্ত্রী এলে মন্ত্রীর পিছন পিছন কার্নিভালের ময়দানে ঢোকার সময় পিছন থেকে সুজয় চক্রবর্তীকে টেনে ধরে ধাক্কা দেন মনোজ। এর পর অরূপ বিশ্বাসের সামনেই মারামারিতে জড়িয়ে পড়ে ২ পক্ষ।