আগ🧸ামী বছরের উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে বড় পরিবর্তন হতে চলেছে। তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কী কী পরিবর্তন হতে চলেছে, তা দেখে নি💫ন -
১) টপিক-ভিত্তিক প্রশ্নপত্রের ধরণের কোনও পরিবর্তন♉ হচ্ছে না। আগে যেমন জানানো হয়েছিল, সেরকমই থাকছে।
২) পাঠ্যক্রমের কোন অংশ থেকে কতগুলি প্রশ্নপত্র আসবে, তা কয়েকটি প্রশ্নপত্রে দেখানো হলেও উচ্চমাধ্যমিকের প্রꦬশ্নপত্রে সেরকম কোনও বিষয় থাকবে না। অর্থাৎ পুরো পাঠ্যক্রম থেকেই প্রশ্নপত্র আসবে। আলাদাভাবে পাঠ্যক্রমের কোন অংশের উল্লেখ থাকবেꦏ না।
৩) সব বিষয়ের জন্য একটি প্রশ্নপত্র এ༺বং একটඣি উত্তরপত্র থাকবে।
৪) যে কোনও অংশ বা বিষয়ের হোক না কেন, সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা MCQ) 'প্রশ্ন নম্নর ১'-এ থাকবে।🧜 আবার 'প্রশ্ন নম্নর ২'-এর আওতায় থাকবে ‘সাবজেক্টিভ’ প্রশ্ন (সাবজেক্টিভ চয়েস কোয়েশ্চেন বা SCQ)।
৫) 'প্রশ্ন নম্বর ৩' থেকে শুরু হবে সব বিভাগের ব্যাখ্যামূলক প্রশ্ন (সব নম্বরের প্রশ্নের ক্ষেত্রেই)। অর্থাৎ সমস্ত অংশের ব্যাখ্যামূলক প্রশ্ন একসঙ্গে 'প্রশ্ন নম্বর ৩'-এ থাকবে। প্রশ্নের নম্বর যাই হোক না কেন, সমস্ত ব্যাখ্যামূলক প্রশ্ন🅷 একসঙ্গে থাকবে।
৬) সংক্ষিপ্ত প্রশ্ন (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা MCQ) এবং ‘সাবজেক্টিভ’ প্রশ্নের (সাবজেক্টিভ চয়েস কোয়েশ্চেন বা SCQ) উত্তর দেওয়ার জন্য উত্তরপত্রে নির্দিষ্ট জায়গা থাক🔯বে। তাতেই ওই দুই বিভাগের প্রশ্নের উত্তর লিখতে হবে।
আরও পড়ুন: WB HS 2023 Syllabus: আগামী বছর উচ্চমাধ্যমিকের সিলেবাস নিয়ে🔯 বড় ঘোষণা সংসদ সভাপতির
২০২৩ সালের উচ্চমাধ্যমিকের সূচি
১) ১৪ মার্চ (মঙ্গলবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প🌄্রথম ভাষা), সাঁওতালি, উর্দু, উড়িয়া, পঞ্জাবি, গুজরাটি ꧅এবং তেলুগু।
২) ১৬ মার্চ (বৃহস্পতিবার): ইংরেজ🍃ি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।
৩) ১৭ মার্চ (শুক্রবার): ভোকেশনাল সাবজেক্টের বিষয়ের পরীক্ষা হবে (হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, আইটি অ্যান্ড আইটিইএস, সিকিউরিটি, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, কনস্ট্রাকশন, এগ্রিক🌺ালচার, পাওয়ার, বিউটি অ্যান্ড ওয়েলনেস এবং অ্যাপরেল)।