করোনার জেরে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছিল রাজ্য। মূল্যায়নের ভিত্তিতে তাদের ফলাফল প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশের হার অবশ্য ১০০ শতাংশ হয়নি। পাশ করিয়ে দেওয়ার দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখালেন অকৃতকার্য পড়ুয়ারা। শুক্রবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। এদিন চোপড়া হাইস্কুলের পড়ুয়াদের বিক্ষোভের জেরে ওই জাতীয় সড়কে বহু যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। কলকাতা-শিলিগুড়িগামী বহু বাসও ঘটনার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে। ফলে, যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পড়ুয়াদের দাবি, তাঁদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জাতীয় সড়কে অবরোধ চালিয়ে যাবেন তাঁরা। বৃহস্পতিবার ২০২১ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যে পাশের হার ৯৭,৬৯ শতাংশ। চোপড়ার প্রার্থীদের দাবি, 'আমরা পরীক্ষাই দিলাম না অথচ আমাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। এই ফলাফল আমরা মানব না।'