পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আনখোনা গ্রাম থেকে উদ্ধার হল ব্যাগ বোঝাই বোমা। শনিবার মাঝরাতে দিঘির পাড় থꦕেকে ব্যাগ বোঝাই বোমা উদ্ধার করে পুলিশ। দুটি ব্যাগে ১০টি বোমার মধ্যে ৪টি সকেট এবং ৬টি সুতলি বোমা ছিল বলে খবর। কয়েকদিন আগে আনখোনা গ্রাম থেকে দুষ্কৃতী কালু শেখকে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করা হয়। কোথা থেকে এত বোমা এল? কারা মজুত করেছিল? খতিয়ে দেখছে পুলিশ।
ঠিক কী ঘটেছে কেতুগ্রামে? স্থানীয় সূত্রে খবর, কেতুগ্রামে বোমা উদ্ধার হয়েছে। আর তা নিয়ে আলোড়ন পড়ে যায়। কেতুগ্রামের আনখোনা ফুটবল খেলার মাঠের পাশ থেকে উদ্ধার নাইলনের ব্যাগ ভর্তি বোমা। রাতেই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কেতুগ্রামের আনখোনা গ্রামের ফুটবল মাঠে ফুটবল খেলছিল ছেলেরꦅা। তখন যুবকরা দেখতে পায় একটি ব্যাগ পড়ে 𝄹রয়েছে মাঠের পাশে। সেটার কাছে গিয়ে দেখে ব্যাগের মধ্যে রয়েছে সুতলি জড়ানো বোমের মতন পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কেতুগ্রাম থানায়। কেতুগ্রাম থানা থেকে পুলিশ এসে দেখে ব্যাগের মধ্যে রয়েছে তাজা বোমা।
কার কী বক্তব্য বোমা উদ্ধার নিয়ে? এই ঘটনা নিয়ে সিপিএমের দিকে আঙুল তুলেছে 🎶তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের অভিযোগ, আসন্ন ওপঞ্চায়েত নির্বাচনে অশান্তি পাকানোর জন্যই বোমাগুলি মজুত করেছিল সিপিএমের লোকজন। আর সিপিএমের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে কালু শেখ তাঁদেরই স🐻মর্থক। যদিও জেলা সিপিএম নেতৃত্বের অভিযোগ, সিপিএম করার জন্য তৃণমূল কংগ্রেস আর পুলিশ তাঁকে ফাঁসিয়েছে।