আজ, শনিবার নকশালবাড়িতে উদ্ধার হল বস্তা–ভর্তি কঙ্কাল। এই এতগুলি কঙ্কাল দেখে🌃 আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পরিত্যক্ত আর্বজনার স্তূপ থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার হও𝔍য়ায় জোর চর্চা শুরু হয়েছে। এখানেও রাজনৈতিক কোনও হাত থাকতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত এই নকশালবাড়ি। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি খবর যায় পুলিশে।
ঠিক কী ঘটেছে নকশালবাড়িতে? স্থানীয় সূত্রে খবর, আজ, শনিবার সকালে নকশালবাড়ি বাজারে স্থানীয়রা একটি বস্তার ভিতরে মাথার খুলি–সহ বেশকিছু হাড়গোড় দেখতে পান। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে নকশালবাড়ি থানার পুলিশ এসে বস্তাবন্দি কঙ্কালগুলি উদ্ধার 𝓰করে। মানুষেরই হাড় বোঝাই করা ছিল সেই বস্তায়। ফরেনসিক দফতরে এই খবর পাঠানো হয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, নকশালবা🌼ড়ির বাজার এলাকায় এই বস্তা–ভর্তি কঙ্কাল উদ্ধার হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। হাড়গোড় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাস🍌পাতালে পাঠানো দেয়। সেখান থেকে খবর দেওয়া হয়েছে ফরেনসিক দফতরে। প্রাথমিꦇক অনুমান, উদ্ধার হওয়া কঙ্কালগুলোর গায়ে বেশ কিছু বিষয় চিহ্ন করা আছে। কিসের চিহ্ন তা বোঝা যাচ্ছে না। কে বা কারা কঙ্কাল ফেলে গিয়েছে, তা তদন্ত করে দেখছে🎶 পুলিশ।
আর কী জানা যাচ্ছে? ময়নাতদন্তের জন্য কঙ্ক🌊ালগুলি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কিন্তু বাজারের ভিতর কিভাবে বস্তাবন্দি কঙ্কাল এল? তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবার স্থানীয় কিছু মানুষজন বলছেন, নির্বাচনের সময় শাসকদলের কিছু কর্মীকে খুন করেছিল এখন রাজ্যের প্রধান বিরোধী দল। সেই কঙ্কালগুলিই এখন ফেলে দেওয়া হয়েছে। যদিও কোনও পক্ষ থেকেই প্রতিক্রিয়া মেলেনি।