পুজোমণ্ডপে বন্ধুদের সঙ্গে ব্যাপক নাচছিলেন এক যুবক। সেটা দেখতে পান তাঁর স্ত্রী। দুর্গাপুজোর সময় চলছিল এই নাচ। পাড়ার মধ্যে এভাবে বন্ধুদের সঙ্গে নাচা পছন্দ হয়নি স্ত্রীর। তাই স্বামী বাড়ি ফিরতেই তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে বচসা বাধে। পাল্টা জবাব দেন যুবক স্বামীও। তাতে ঝগড়ার মাত♛্রা আরও বেড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয যে, গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন গৃহবধূ। পূর্ব বর্ধমানের কাটোয়ার পানুহাট দাসপাড়ার ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে।
ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম চিন্তা দাস (২৭)। মহানবমীর রাতে বাড়িতেই নিজের গায়ে আগুন দেন স্ত্রী চিন্তা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপা🍰তালে নিয়ে যাওয়া হয়। বুধবার বিজয়༒া দশমীর দিন এই গৃহবধূর মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছে কাটোয়ায়? স্থানীয় সূত্রে খবর, পানুহাট দাসপাড়া এলাকার বাসিন্দা মিঠুন দাস। তিনি ডেকরেটার্স ব্যবসায়ীর কাছে প্যান্ডেল মিস্ত্রির কাজ করতে🌜ন। তাঁর স্ত্রী চিন্তা দাসের বাপেরবাড়ি কেতুগ্রামের গঙ্গাটিকুরি গ্রামে। আট বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। দু’টি কন্যাসন্তানও আছে। মিঠুনের দাদা উত্তম দাস জানান, পাড়ার বারোয়ারি দুর্গাপুজোয় নবমীর রাতে পুজোমণ্ডপে নাচেন মিঠুন। পাড়ার যুবকদের সঙ্গে নাচানাচি পছন্দ হয়নি মিঠুনের স্ত্রী চিন্তার। রাতে বা🀅ড়ি ফিরতেই দু’জনের মধ⭕্যে অশান্তি চতমে ওঠে। তার পর রাতে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন চিন্তা।