লোকসভা নির্বাচনে ব্যক্তিগত বিবাদ নেমেছিল রাজনীতির ময়দানে। প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সুজাতা মণ্ডল। কিন্তু জয় বেরিয়ে গিয়েছে তাঁর কানের পাশ দিয়ে। মাত্র ৫ হাজারের কিছু বেশি ভোটে হেরেছেন তিনি। আর তার পর প্রায় ৭ মাস কাটলেও পরাজয়ের গ্লানি যেন ভুলতে পারছেন না সুজাতাদ✤েবী। ফের একবার তা প্রকাশ্যে চলে এল বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে। তাঁর হারের জন্য দলের একাংশকে দায়ী করে ফের তোপ দা𒉰গলেন সুজাতা।
সোমবার ইঁদাসে ব্লক তৃণমূলের উদ্যোগে ছিল বিজয়া সম্মিলনী। সেই অনুষ্ঠানে যোগদান করে সুজাতা বলেন, ‘মানুষের চরিত্র এমন হয়েছে, প্রার্থী যেই হোক, যদি তার পছন্দ না হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটা মনে আসে না। 🔯জোড়া ফুলটা মনে আসে না। তখন বিজেপি প্রার্থীর সঙ্গে রাতের অন্ধকারে বসে ত🦩ারা কিন্তু সেটিংয়ের খেলা খেলে। ’
তিনি বলেন, ‘আমি দলের কাছে🧔 ক্ষমা চাইছি। এই গদ্দারদের আমি অতিরিক্ত সম্মান দিয়েছিলাম। গদ্দারদের চিনেও ভেবেছিলাম মানুষের চরিত্র হয়তো সময়ের সঙ্গে বদলে যাবে। আমাদের দলের কিছু ধান্দাবাজ জালিয়াত যারা পদে আছে এবং একাধিক পদ ভোগ করছে বংশপরম্পরায়, বছরের পর বছর, তারা দলকে দেখে না । তারা দলকে হারানোর চেষ্টা করে।’
সুজাতার মন্তব্য নিয়ে মুখ খোলেনি তৃণমূল। বিজেপির দাবি, তৃণমಞূলের মতো নীতি - আদর্শহীন দলে ধান্দাবাজ – জালিয়াত তো থাকবেই। ওনার উচ🔯্চাকাঙ্খাই ওনাকে শেষ করেছে। কলকাতা থেকে চাপিয়ে দেওয়া প্রার্থী বিষ্ণুপুরের মানুষের অপছন্দ হতেই পারে। তাই বলে তাদের জালিয়াত – গদ্দার বলে যায় না।