সৌমিত্র খাঁয়ের পর বিজেপি নেতাদের একাংশের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার💃 অভিযোগ তুললেন দলের আরেক প্রার্থী। এবার দলেরই একাংশের বিরুদ্ধে টাকা নিয়ে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুললেন বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। এর আগে প্রায় একই রকম অভিযোগ করেছিলেন বিষ্ণপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
আরও পড়ুন - ভোটে হার, ‘ষড়যন্ত্রে'র গন্ধ’🤡? প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - জ্যোতিপ্রিয়, জীবনের বিধানসভায় পিছিয়ে 🎐TMC, বিপুল ভোটে এগিয়ে থাকল পার্থ, মানিকের এলাকা
সংবাদমাধ্যমকে অভিযোগ করে অসীমবাবু বলেন, ‘দলের মণ্ডল ও জেলাস্তরের বহু নেতা তৃণমূলের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে দলের সঙ্গে বেইমানি করেছেন। ওই নেতারা গোপনে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলেন। নইলে আমি ৫০ হাজার ভোটে জিততাম।’ তিনি বলেন, ‘প্রার্থী হিসাবে পূর্ব বর্ধমানে গিয়ে দেখি সেখানে বিজেপির কোনও সংগঠন নেই। ভ💝য়ে কেউ বুথ এজেন্ট হতে চাননি। আমরা ৪০ শতাংশ বুথে এজেন্ট দিতে পারিনি।’ অসীমবাবুর আরও অভিযোগ, ‘আমাকে গণনাকেন্দ্রে ঢুকতে দেয়নি। বিজেপির এজেন্টদের বেলা ৩টের পর গণনাকেন্দ্র থেকে বার করে দিয়েছে তৃণমূল।’
꧂ অসী🎶মবাবুর দাবি, ‘CAA কার্যকর করায় লাভ হয়েছে তৃণমূলের। বাংলাদেশের কাগজ চাইলে লোকে কোথা থেকে দেবে? তৃণমূল লোককে এসব বুঝিয়ে ভোট পেয়েছে।’
নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে বর্ধমান পূর্ব কেন্দ্রের প্রার্থী করেছিল বিজেপি। তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকারের কাছে ১ লক্ষ ৬০ হাজার ভোট𝔍ে হেরেছেন তিনি। ভোটে হেরেই দলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এমনকী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও ছাড়েননি তি𒅌নি।
আরও পড়ুন - হারের পর বিস্ফোরক দেবাংশু, দলের নেতাদের বিরুদ্ধেই উগরে দিলেন ক্ষোভ,🐻 কী বল𝄹লেন?
অসীমবাবু বলেন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আদি♊বাসী রাষ💙্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর বিষয়টিও মানুষ ভালো ভাবে নেয়নি। কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়গুলি বোঝা উচিত।