উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবর। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আট জোড়া (১৬) বিশেষ ট্রেন উত্তরবঙ্গের সাতটি বিভিন্ন স্টেশনে দাঁড়ানো শুরু করেছে। প্রাথমিকভাবে ছ'মাস ওই স্টেশনগুলিতে আট জোড়া ট্রেন দাঁড়াবে। ভবিষ্যতেও ট্রেনগুলি দাঁড়াবে কিনা, তা আয়-ব্যয়ের হিসাব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে উত্তর-পূর্ব সীমান্ত রেল।একনজরে দেখে নিন কোন ট্রেন কোন স্টেশনে দাঁড়াবে এবং কখন পৌঁছাবে -১) বালুরঘাট-শিলিগুড়ি স্পেশাল এক্সপ্রেস নকশালবাড়িতে সন্ধ্যা ৬ টা ৫৬ মিনিটে আসবে। এক মিনিট দাঁড়াবে। গত ১৭ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হয়েছে।২) শিলিগুড়ি-বালুরঘাট স্পেশাল এক্সপ্রেসবুধবার থেকে নকশালবাড়ি স্টেশনে দাঁড়াচ্ছে। সকাল ৮ টা ৩৪ মিনিটে নকশালবাড়ি ঢুকবে। এক মিনিট দাঁড়াবে।৩) কলকাতা-বালুরঘাট স্পেশাল এক্সপ্রেসগত সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে রামপুরবাজার স্টেশনেও স্টপেজ দেওয়া হচ্ছে। রাত ৯ টা ৫৩ মিনিটে ট্রেন ঢুকবে। দাঁড়াবে দু'মিনিট।৪) বালুরঘাট-কলকাতা স্পেশাল এক্সপ্রেসফিরতি পথে রামপুরবাজারে দাঁড়াবে বালুরঘাট-কলকাতা স্পেশাল এক্সপ্রেসও। সকাল ৬ টা ৪ মিনিটে আসবে। দু'মিনিট পরেই ছেড়ে বেরিয়ে যাবে।৫) হাওড়া-গুয়াহাটি স্পেশাল এক্সপ্রেসরাত ৩ টে ৩২ মিনিটে ফালাকাটা স্টেশনে আসবে। দু'মিনিট দাঁড়াবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) থেকে দাঁড়াচ্ছে।৬) গুয়াহাটি-হাওড়া স্পেশাল এক্সপ্রেসমঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) থেকে ফালাকাটা স্টেশনে দাঁড়াচ্ছে। বিকেল ৫ টা ৪৭ মিনিটে নকশালবাড়ি ঢুকবে। দু'মিনিট দাঁড়াবে।৭) শিয়ালদহ-আলিপুরদুয়ার জংশন স্পেশাল এক্সপ্রেসসোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে বানারহাট স্টেশনেও স্টপেজ দেওয়া হচ্ছে। সকাল ১০ টা ১১ মিনিটে ট্রেন ঢুকবে। দাঁড়াবে দু'মিনিট।৮) আলিপুরদুয়ার জংশন-শিয়ালদহ স্পেশাল এক্সপ্রেসফিরতি পথে বানারহাট দাঁড়াবে আলিপুরদুয়ার জংশন-শিয়ালদহ স্পেশাল এক্সপ্রেসও। বিকেল ৪ টা ৫৭ মিনিটে আসবে। দু'মিনিট পরেই ছেড়ে বেরিয়ে যাবে। গত ১৫ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হয়েছে।৯) চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি স্পেশাল এক্সপ্রেসরাত ১ টে ৫০ মিনিটে আলুয়াবাড়ি স্টেশনে আসবে। দু'মিনিট দাঁড়াবে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দাঁড়াচ্ছে।১০) নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল স্পেশাল এক্সপ্রেসশুক্রবার (১৯ ফেব্রুয়ারি) থেকে আলুয়াবাড়ি স্টেশনে দাঁড়াচ্ছে। রাত ১০ টা ৫৩ মিনিটে নকশালবাড়ি ঢুকবে। দু'মিনিট দাঁড়াবে।১১) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার জংশন স্পেশাল এক্সপ্রেসডালখোলায় সকাল ৬ টা ৫৭ মিনিটে আসবে। দু'মিনিট দাঁড়াবে। গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে।১২) নিউ আলিপুরদুয়ার জংশন-শিয়ালদহ স্পেশাল এক্সপ্রেসসোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ডালখোলা স্টেশনে দাঁড়াচ্ছে। রাত ১০ টা ৩৩ মিনিটে নকশালবাড়ি ঢুকবে। দাঁড়াবে দু'মিনিট।১৩) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার জংশন স্পেশাল এক্সপ্রেসমঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) থেকে সামসি স্টেশনেও স্টপেজ দেওয়া হচ্ছে। ভোর ৫ টা ৫৮ মিনিটে ট্রেন ঢুকবে। দাঁড়াবে দু'মিনিট।১৪) নিউ আলিপুরদুয়ার জংশন-শিয়ালদহ স্পেশাল এক্সপ্রেসফিরতি পথে সামসিতে দাঁড়াবে উ আলিপুরদুয়ার জংশন-শিয়ালদহ স্পেশাল এক্সপ্রেসও। রাত ১১ টা ৪০ মিনিটে আসবে। দু'মিনিট পরেই ছেড়ে বেরিয়ে যাবে।১৫) কামাখ্যা-দিল্লি স্পেশাল এক্সপ্রেসরাত ২ টে ২৮ মিনিটে সামসি স্টেশনে আসবে। দু'মিনিট দাঁড়াবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) থেকে দাঁড়াচ্ছে।১৬) দিল্লি-কামাখ্যা স্পেশাল এক্সপ্রেসসামসিতে রাত ১২ টা ৪৩ মিনিটে আসবে। দু'মিনিট দাঁড়াবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে।