একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর আলিপুয়ারদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা প্রথম উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছিলেন। এমনকী বিজেপির কয়েকজন নেতারা নয়াদিল্লি পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। আর দেখা গিয়েছিল, উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি করা জন বারলাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। এবার আবার সেই দাবিকে বাড়তি জোর দিলဣেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়।🍬
ঠিক কী বলেছেন বিজেপি সাংসদ? এবার এই বিজেপি সাংসদ শুধু পৃথক রাজ্যের দাবিকে জোরাল করলেন। উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ তুলে জয়ন্ত বলেন, ‘আমি তো কখনও বলিনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। এটা মানুষের দাবি। একটা সমীক্ষা করা হোক না। একটা গণভোট হোক। তাহলেই স্পষ্ট হয়ে💛 যাবে তামাম উত্তরবঙ্গের মানুষ কী চাইছে। বেশিরভাগ মানুষের মতামতকেই গুরুত্ব দেওয়া উচিত।’
ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস? বিজেপি সাংসদের এই বক্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল 🍨কংগ্রেস। এই বিষয়ে শিলিগুড়ির মে♕য়র গৌতম দেব বলেন, ‘বিজেপির সাংসদ একজন অর্বাচীন। ওঁর কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। ২০২৪ সালে রেকর্ড ভো🐓টে জলপাইগুড়ি আসনে হারবে বিজেপি। অসম ভেঙে তো এতগুলি রাজ্য হয়েছে। উত্তর–পূর্ব ভারতে কী এমন উন্নয়নের জোয়ার এসেছে? রাজ্যভাগ কখনও সমাধান হতে পারে না।’