কল্যাণীতে দুর্গাপুজোর মণ্ডপে শর্ট সার্কিট। এর মাঝে প্রবল বৃষ্টি শুরু হয় সন্ধ্যায়। আর জোড়া ধাক্কায় ‘টুইন টাওয়ার’ মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়ার পর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এলাকায়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ারের আদলে কল্যাণীর আইটিআই মোড়ে তৈরি হয় এই মণ্ডপ। এই মণ্ডপ দেখতে উপচে পড়ছে ভিড়। মোট ৪০ লাখ টাকা খরচ করে এই মণ্ডপ তৈরি করা হয়েছে।আইটিআই মোড় দুর্গোৎসব কমিটি এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে তৈরি করা হয়েছে এই পুজোর মণ্ডপ। দেড়শ ফুট উঁচু এই ‘টুইন টাওয়ার’ থেকে আলোর ঝর্ণা বইছে। নদিয়ার বিভিন্ন জায়গা ছাড়াও হুগলি, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, কলকাতা থেকেও লোক আসে এই মণ্ডপ। এই আবহে গতকাল অর্থাৎ পঞ্চমীর সন্ধ্যায় দর্শনার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। অভিযোগ, লাঠিচার্জ করা হয়। যদিও পুলিশ লাঠিচার্জ করার কথা অস্বীকার করেছে।এদিকে আজ শনিবার ষষ্ঠীর সন্ধ্যায় কল্যাণীর এই মণ্ডপে উপচে পড়ে ভিড়। তবে সন্ধ্যা নামার কিছু পড়েই মণ্ডপে শর্ট সার্কিট হয়। মণ্ডপে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেন পুজো উদ্যোক্তারা। এদিকে কল্যাণীর পুলিশ সুপার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মণ্ডপে প্রচুর ভিড় হচ্ছে। স্বেচ্ছাসেবকদের সঙ্গে ভিড় সামলাচ্ছে পুলিশও। তবে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।