রাজনৈতিক মঞ্চে প্রায়ই তাঁকে দু’কলি গান গাইতে দেখা যায়। আর সেখানে থাকে কড়া আক্রমণ বিরোধী দলনেতাকে। এবার তাঁর খাসতালুকে এসে ডুয়েট গাইলেন তিনি। সঙ্গে ছি🐭লেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী। মঞ্চে দাঁড়িয়ে তাঁরা হাজার জনতার সামনে ডুয়েট গানে মাতিয়ে দিলেন। হ্যাঁ, তাঁরা হলেন, কুণাল ঘোষ এবং সায়নী ঘোষ। কাঁথির মাজনা–তাজপুরের বিশাল নজরুল মেলায় এটাই মাতিয়ে দেয় সবাইকে। আর এভাবেই রাখলেন জনতার অনুরোধের আসরꦦ।
ঠিক কী ঘটেছে কাঁথিতে? নজরুল মেলার উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে উঠলে কুণাল ঘোষকে গানের অনুরোধ করেন জনতা। সায়নী ঘোষও মাইক হাতে নিলে আসে একই অনুরোধ। সায়নী নিজের বক্তব্য রাখ🌸ার পর দু’টি গান গেয়ে শোনান। তারপর বক্তব্যের শেষে দর্শকদের অনুরোধে কুণাল গান ধরেন। কুণালের দ্বিতীয় গানে মাইক হাতে মঞ্চে গলা মেলান তৃণমূল যুব সভানেত্রী। তাঁদের ডুয়েটে জনতার করতালি আছড়ে পড়ে নজরুল মেলা প্রাঙ্গণে। মঞ্চে বসেই দুই সাংগঠনিক নেতা–নেত্রীর ডুয়েট গানে হাততালি দিতে দেখা যায় মন্ত্রী অখিল গিরি, জ্যোতির্ময় কর, সুপ্রকাশ গিরি, তরুণ জানা, সুকুমার দে–সহ নেতাদের।
আর কী ঘটেছে সেখানে? কাঁথির মাজনা–তাজপুর কাজু শিল্পের জন্য বিখ্যাত। চিংড়ি চাষের জন্যও সুনাম পেয়েছে। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সি দি🍰য়ে এখানকার কাজু ব্যব𝕴সায়ীদের হয়রান করা হচ্ছে বলে অভিযোগ।ꩵ বিষয়টি নিয়ে কাঁথি পৌঁছেই কাজু শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন কুণাল ঘোষ। আর ব্যবসায়ীদের কুণাল জানিয়ে দেন, এখানে অকারণে তৃণমূল কংগ্রেস নাক গলাবে না। কিন্তু যদি এজেন্সি দিয়ে অকারণ ব্যবসায়ীদের হয়রান করা হয় তাহলে পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। তারপরই মাজন🌟া নজরুল মেলার উদ্বোধন করতে গিয়ে জনতার অনুরোধে গান ধরেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র।