জঙ্গলমহলে এতদিন বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন আদিবাসী কুড়মি সমাজ। আর এবারꦛ জঙ্গলমহলে স্বশাসনের দাবি উঠেছে। এই লক্ষ্যে প্রস্তুত হচ্ছে একটি সংগঠন। এই সংগঠনের নাম হল ‘জঙ্গলমহল স্বরাজ মোর্চা’। আদিবাসী এবং কুড়মিদের যৌথ মঞ্চ হল এই মোর্চা। এই লক্ষ্যে আগামী ২৮ অগস্ট থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন করবে এই মোর্চা। এই মোর্চার মূল লক্ষ্য হল জঙ্গলমহলে স্বশাসন।
আরও পড়ুন: 🔯ঘুরে গেল কুড়মি সমাজের নেতারা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোন কথা 🍎হল দু’পক্ষের?
আদিবাসী এবং কুড়মিদের যৌথ এই রাজনৈতিক মঞ্চটি গঠিত হয়েছিল গত বছরের ৮ অগস্ট শহীদ নির্মল মাহাতোর প্রয়াণ দিবসে। পঞ্চায়ে🌱ত ভোটে কোনও রাজনৈতিক দলকে সমর্থন না করার অবস্থান নিয়েছিল কুড়মি সমাজ। সেইমতো কুড়মিদের অনেকেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু, নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেখা যায় তাতে নির্দল প্রার্থীরা খুব বেশি সাফল্য পাইনি। অধিকাংশ আসনে জয়ী হয়েছে তৃণমূল। এই অবস্থায় পঞ্চায়েত ভোটের আগে কুড়মিদের যে আন্দোলন ছিল তার কিছুটা স্তিমিত হয়ে যায়। এই পরিস্থিতিতে জঙ্গলমহলে স্বশাসনের দাবিত নতুন করে আন্দোলনে লক্ষ্য তৈরি হচ্ছে এই যৌথ মঞ্চ। জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি রয়েছেন অশোক মাহাতো। তাঁর মতে, ব্রিটিশ শাসিত ভারতে যেসব সম্প্রদায়ের জনজাতি স্বীকৃতি ছিল, সেই সমস্ত সম্প্রদায়ের অধিকার, কুড়মালি ও মুন্ডারি ভাষার সাংবিধানিক স্বীকৃতি, সারনা ধর্মের কোড চালু, হাতি সমস্যার সমাধান হচ্ছে না। এছাড়া বিভিন্ন সমস্যার সমাধান হয়নি। সেই কারণেই জঙ্গলমহলে স্বশাসনের দাবি তুলেছেন তাঁরা। ইতিমধ্যে এই লক্ষ্যে গ্রামে গ্রামে জনসংযোগ শুরু করেছে এই মোর্চা।