Madhyamik 2023 Result Date: সবার আগে বলেছিল HT Bangla, সেদিনই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, জানালেন ব্রাত্য
1 মিনিটে পড়ুন Updated: 10 May 2023, 02:20 PM ISTব্রাত্য বসু বলেন, ‘আগামী ১৯ মে (শুক্রবার) সকাল ১০ টায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।’ পর্ষদের ওয়েবসাইটের পাশাপাশি হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট pbv88casino.cc থেকে মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা।
চলতি বছর ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। মূল বিষয়ের পরীক্ষা শেষ হয়েছিল ৩ মার্চ। পরদিন (৪ মার্চ) ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের মাধ্যমিক শেষ হয়েছিল। আর ফলাফল প্রকাশিত হতে চཧলেছে ১৯ মে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হতে চলেছে। গতবার ৭৯ দিন✱ের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করেছিল পর্ষদ। এবার আরও দ্রুত মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে।
তবে এবার মাধ্যমিকের ফলপ্রকাশের ক্ষেত্রে সময়ের কিছুটা হেরফের হয়েছে। এতদিন সাধারণত সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করত পর্ষদ। সকাল ১০ টা থেকে ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারত পড়ুয়ারা। ব্রাত্যের টুইট অনুযায়ী, এবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে পর্ষদ। তারপর নিজেদের নম্বর জানার জন্য পড়ুয়াদের দু'ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে সূত্রের খবর। ওই মহলের দাবি, বেলা ১২ টা থেকে ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট🌟 দেখতে পারবে পড়ুয়া। বিষয়টি নিয়ে পর্ষদের তরফে আপাতত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -তেꦏ যেতে হবে পড়ুয়াদের।
২) হোমপেজে ‘West Bengal Board of Secondary Exam. Results - 2023’ থাকবে। ওই লিঙ𓄧্কে ক্লিক করতে হবে পড়❀ুয়াদের। তাহলে একটি নয়া পেজ খুলে যাবে। তাতে থাকবে Madhyamik Pariksha (SE) Results- Year 2023।
৩) ওই পেজে নিজের﷽ রোল নম্বর এবং ☂জন্মতারিখ দিতে হবে পড়ুয়াদের। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে চলে 🐟আসবে মাধ্যমিকের রেজাল্📖ট। বিষয়ভিত্তিক ফলাফলও দেখা যাবে।
আরও পড়ুন: Madhyamik Syllabus: বদলাতে পারে মাধ্যমিকের সিলেবাস, দিল্লি বোর্ডের সঙ্গে সমানে⭕ সমানে টক্কর
HT Bangla-য় দেখা যাবে মাধ্যমিকের ফলাফল
গতবারের মতো এবারও মাধ্যমিকের ফলাফল দেখা যাবে হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইটে (//pb🔥v88casino.cc/)। তাই মাধꦬ্যমিকের রেজাল্ট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।