সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী বিক্ষোভে এবার প্রধানমন্ত্রী নরেন্🍨দ্র মো🔯দীকে ‘পাকিস্তানের রাষ্ট্রদূত’ বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার শিলিগুড়িতে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নরেন্দ্র মোদীকে স💦ম্মান করি। কিন্তু আজ আমি ওঁকে একটি প্রশ্ন করতে চাই। য🐽দি আমাদের দেশ এতই বড় হয়, তা হলে তাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করতে আপনার লজ্জা হয় না? আপনি কি পাকিস্তানের রাষ্ট্রদূত হয়ে গিয়েছেন?’
বৃহস্পতিবার কংগ্রেস ও তার শরিকদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে প্রধানমন্ত্রী বলেছিলেন, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতনের বিষয়ে কোনও প্রতিবাদ জানানো হয়নি। সেই বিষয়ে কংগ্রেস মুখে কুলুপ এঁটেছে বলে কটাক্ষ করেন মোদী। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে বিরোধীরা যেন পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে 𝄹প্রতিবাদ জানানোর আবেদন জানান নমো।
এ দিন তারই পালটা হিসেবে মমতা বলেন, ‘হিন্দুস্তান নিয়ে কথা বলুন। পাকিস্তান নিয়ে কথা বলবেন না। আমরা পাকিস্তান সম্পর🍒্কে শুনতে চাই না। হিন্দুস্তানকে পাকিস্তানের সঙ্গে তুলনা করবেন না। প্রতিটি বিবৃতিতে আপনি পাকিস্তানকে টেনে আনেন, যেন আপনি পাকিস্তানের রাষ্ট্রদূত হয়ে গিয়েছেন। দিনꦉের পর দিন আপনি পাকিস্তানের মহিমা প্রচার করছেন। আমরা পাকিস্তানকে সমর্থন করি না। আমরা হিন্দুস্তানকে সমর্থন করি।’