পাকিস্তানে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে চলেছেন অ-মুসলিম নাগরিকরা। কিন্তু তাই♊ নিয়ে কোনওদিন প্র🎶তিবাদ জানায়নি কংগ্রেস। বৃহস্পতিবার এই অভিযোগ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে পথে নেমেছেন বিরোধীরা। সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে꧅ কংগ্রেস। এ দিন কর্নাটকের টুমাকুরুতে এক জনসভায় সনিয়া গান♍্ধীর দলের বিরুদ্ধে তার জবাবে তোপ দাগলেন মোদী।
তিনি বলেন, ‘ধর্মের ভিত্তি𓂃তে তৈরি হয়েছিল পাকিস্তান। সে দেশে ধর্মীয় সংখ্যালঘুকা নিয়মিত অত্যাচারের শিকার হন। অত্যাচর থেকে বাঁচতে বাধ্য হয়ে তাঁরা ভারতে শরণার্থী হয়ে এসেছেন। কিন্তু এই জন্য পাকিস্তানের বিরুদ্ধে🎀 কখনও কথা বলে না কংগ্রেস ও তার সঙ্গীরা। তার বদলে তারা এই শরণার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করছে।’
দু’দিনের কর্নাটক সফরে এসে এ দিনের সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখন যাঁরা সংসদে প্রতিবাদ জানাচ্ছেন, তাঁরা বুঝুন যে এখন সময় হয়েছে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ জানানোর। প্রতিবাদ জানাতে চাইল🌠ে গত সত্তর বছর ধরে পাকিস্তানের সংখ্যালঘুদের উপ♏র নির্যাতনের বিরুদ্ধে সভা-মিছিল করুন।’
এ দিনের সভায় নমো ♉বলেন, ‘আজ দেশবাসীর মনে প্রশ্ন উঠছে, পাকিস্তান থেকে প্রাণ হাতে নিয়ে যাঁরা এদেশে এসেছেন , তাঁরা পরিবারের মেয়েদের জীবন রক্ষা করতে এদেশে আসতে বাধ্য হয়েচেন। তাঁদের বিরুদ্ধে কেন বিক্ষোভ হচ্ছে? অথচ পাকিস্তানে তাঁদের উপরে যে অত্যাচার হয়েছে, তাই নিয়ে তাঁদের মুখে কুলুপ পড়েছে।’