লোকসভা ভোটের আগে ফেসবুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী প্রশংসা করে নতুন করে বিতর্ক উস্কে দিলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন বౠ্যাপারী। তাঁর এই পোস্টের পর জল্পনা শুরু হয়েছে, অন্য দলের ঘাটে কি নৌকা বাঁধতে চাইছেন বলাগড়ের 💙তৃণমূল বিধায়ক।
সম্প্রতিক সময় দুর্ন🍒ীতি নিয়ে সমাজমাধ্যমে নান পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন বিধায়ক। দলীয় নেতৃত্বের নির্দেশে বেশকিছু বিতর্কিত পোস্ট করা থেকে বিরত ছিলেন তিনি। তবে লোকসভা ভোট এগিয়ে আসতেই শুౠভেন্দু, নওসাদকে নিয়ে তাঁর এই পোস্ট নতুন করে জল্পনা তৈরি দিল।
ফেসবুক পোস্টে বিধায়ক লিখেছেন, 'দেখা হলেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাত তুলে তাঁকে নমস্কার করেন, আলিঙ্গন করেন। তাঁকে বꦯলেন, তাঁর মতো লোকের রাজনীতিতে থাকা একান্তই দরকারএই প্রাপ্তি তো রাজনীতির জন্য। রাজনীতিতে না এলে উনি আমাকে চিনতেন না।'
আরও পড়ুন। ফের ধাক্꧒কা গেরুয়া শিবিরে, দল ছাড়লেন ঝাড൲়গ্রামের সাংসদ
বিধায়ক আরও লিখেছেন, 'দেখা হলেই আই🍃এসএফ বিধায়ক নওসাদ তাঁকে হাত ধরে টেনে বিধানসভার ক্যান্টিনে নিয়ে যান। তাঁকে তো বট🌄েই, তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককেও চা-টোস্ট খাওয়ান। শরীর-স্বাস্থ্যের খোঁজ নেন।'
পཧꦜ্রসঙ্গক্রমে তিনি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে নিয়েও লিখেছেন।