সবজির গাড়ি তল্লাশি করে গাঁজা উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে ১৫০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে NJP থানার পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ধৃতরা কোচবিহারের বাসিন্দা। উত্তরপূর্ব থেকে কলকাতায় গাঁজা পাচার হচ্ছিল বলে জানিয়েছে ধৃতরা।গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ফুলবাড়ির আমাইদিঘি এলাকায় গাড়ি তল্লাশি শুরু করে পুলিশ। তখনই একটি সবজি বোঝাই ট্রাক সেখানে পৌঁছয়। পুলিশকর্মীরা ট্রাক থামিয়ে তল্লাশি শুরু করেন। সবজি সরিয়ে উঁকি দিতেই দেখা যায় গাঁজার বস্তা। এর পর গ্রেফতার করা হয় গাড়ির চালক মুজিবুল হক ও ২ সহযোগী অশোক বর্মন ও শহিদুল মিয়াকে।নিউ জলপাইগুড়ি থানার তরফে জানানো হয়েছে, প্রায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা উত্তর-পূর্ব থেকে গাঁজাপাচার চক্রে যুক্ত। এই গাঁজা কলকাতায় পাচারের লক্ষ্য ছিল।