💟 মূক ও বধির দম্পতির গণবিবাহের সাক্ষী থাকল বিরাটির শরৎ কলোনির ময়দান। বুধবার রাতে ৯ দম্পতির গণবিবাহ সম্পন্ন হল শরৎ কলোনী ময়দানের মণ্ডপে। পাত্র-পাত্রী প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম। কেউ হয়তো চোখে দেখতে পান না আবার কেউ হয়তো ঠিকমতো কানে শুনতে পান না। কিন্তু, ওদেরও তোর সংসার ধর্ম পালন করতে ইচ্ছে হয়। সুখ-দুঃখ ভাগ করে নেওয়ারও সঙ্গীর প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই গণবিবাহের আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট মানুষ।
𓆉স্বেচ্ছাসেবী সংস্থা দিশা ও রাষ্ট্রীয় সংগঠন সক্ষম(দঃবঙ্গ)-এর উদ্যোগে 'দিব্যাঙ্গ সামুহিক বিবাহ' অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংস্থার উদ্যোগে গত বছরেও বেশ কয়েক জন বিশেষভাবে সক্ষম দম্পত্তির গণবিবাহের আয়োজন করা হয়েছিল। এবছর 'দিব্যাঙ্গ সামুহিক বিবাহ' অনুষ্ঠান দ্বিতীয় বর্ষে পা দিল।
𓂃বিয়ের অনুষ্ঠানে এদিন কোনও রকমের খামতি রাখা হয়নি। গায়ে হলুদ থেকে শুরু করে মন্ত্রোচ্চারণ সবকিছুই করা হয়েছে শাস্ত্র অনুসারে। বিয়ের জন্য তৈরি করা হয়েছিল বড় মন্ডপ। আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই এই বিয়ের আয়োজন করা হয়েছিল। গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ড. অর্চনা মজুমদার। তিনি নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানান।
😼এই ধরনের পদক্ষেপে খুশি স্বেচ্ছাসেবী সংগঠন। আগামী দিনে তারা এভাবেই কাজ করে যাবেন বলে জানিয়েছেন। সাধারণ মানুষও এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।