শনিবারের পর রবিবার, রাজ্যে ফের পুকুর থেকে উদ্ধার হল অস্ত ব্যালট বাক্স। রবিবার নদিয়ার নাকাশিপাড়ায় পাট জাঁক দিতে (পচাতে) পুকুরে নেমে ২টি ব্যালট বাক্স উদ্ধার করেন স্থানীয় চাষিরা। খবর পেয়ে পুলিশ এসে ব্যালট বাক্সদুটি নিয়ে যায়।ঘটনা নাকাশিপাড়ার বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের মধ্যমপাড়ার। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার স্থানীয় একটি পুকুরে পাট জাঁক দিতে নেমেছিলেন তাঁরা। তখনই পায়ে বাঁধে শক্ত কিছু। ডুব দিয়ে তুলে দেখেন সেটি একটি ব্যালট বাক্স। একই ভাবে কিছুক্ষণের মধ্যে আরেকটি ব্যালট বাক্স পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাক্সদু’টি উদ্ধার করে আনেন।স্থানীয়রা জানিয়েছেন, গত ৮ জুলাই পঞ্চায়েতের ভোটগ্রহণের দিন ওই পুকুরের পাশেই প্রাথমিক স্কুলে বুথ হয়েছিল। ভোটগ্রহণের দিন সেখানে ব্যাপক গন্ডগোলের পর ব্যালট বাক্স খোয়া গিয়েছে বলে শোনা যায়। সেই বাক্সই পুকুর থেকে উদ্ধার হয়েছে বলে মনে করছেন তাঁরা।বলে রাখি, শনিবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলুয়া এলাকায় পুকুরে জাল ফেলতে উঠে আসে ২টি ব্যালট বাক্স। ব্যালট বাক্সদু’টি স্থানীয় ২২৫ নম্বর বুথের বলে জানা যায়। ভোটগ্রহণের দিন সেই বুথ থেকেও ব্যালট বাক্স গায়েব হয়েছিল। সেজন্য সেখানে পুনর্নির্বাচনও হয়েছে।