পুজোর ছুটিতে একেবারে গমগম করছে দার্জিলিং পাহাড়। আম বাঙালির চিরচেনা ডেস্টিনেশন। পাহাড়ের আনাচে কানাচে হাসি হাসি মুখে ঘুরছে ছাপোষা বাঙালি। আর তার সঙ্গেই ইতিউতি প্রশ্ন, আচ্ছা ডেলো পাহাড়টা কোন সাইড মে হ্যায় ? পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে গিয়েও আমবাঙালির আজও প্রশ্ন ওই যেখানে ꦑমিটিংটা হয়েছিল ওটা কোনদিকে?
আসলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয় ২০১২ সালের মার্চ মাসে এই ডেলো পাহাড়েই সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে মিটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়। পরবর্তী সময় এমনটাই দাবি করেছিলেন কুণাল ঘোষ। এনিয়ে নানা𓂃 প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল সেই সময়। ২০১২ সালে এনিয়ে বোমা ফাটিয়েছিলেন বাম নেতা গৌতম 😼দেবও।
তারপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে।তবে আজও দার্জিলিং ম্যালে ঘুরতে এসে মনের কোণে উঁকি দিচ্ছে সেই ডেলো পাহাড়়ের কথা। এতদূর এলাম আর ওটা না দেখেই চলে যাব ?
ডেলো পাহাড় না গেলে যেন বেড়ানো সম্পূর্ণ হবে না গেরস্থ বাঙালির। ডেলো পাহাড় তো নয়, যেন চাঁদের পাহাড় দর্শন করতে যাচ্ছেন আমবাঙালি। তবে এ তো শুধু পাহাড় দেখা নয়, ওই ডেলো টুরিস্ট লজের ছবিটাও একবার তুলে আনা। অনেকে আবার লজে গিয়ে মুখ ফস্কে বলেও ফেলছেন, দাদা কোন ঘরমে ওই মিটিং হুয়া থা? অনেকে নাকি মিটিং হলের সোফায় বসে সেলফিও তুলে নিচ্ছেন। আর তার সঙ্গেই ক্যাপশন, এখানেই ওই মিটিংটা।