উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক নতুন ফায়ার স্টেশন গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার। দার্জিলিংয়ের সুখিয়াপোখড়ি, কালিম্পঙের গরুবাথান, জলপাইগুড়ির বানারহাট সহ একাধিক জায়গায় নতুন ফায়ার স্টেশন দ্রুত গড়ে তোলা হবে বলে জানিয়♏েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এর পাশপাশি রাজ্যের ফায়ার স্টেশনগুলিতে আরও বহু দমকল ইঞ্জিন আনা হচ্ছে বলে তিনি জানান। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় দমকল বিভাগের আধিকারিকসহ অন্যান্য বিভিন্ন বিভাগের আধিকারিক ও বিনিয়ো꧑গকারীদের সঙ্গে বৈঠক করেন দমকল মন্ত্রী। বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে বড় পদক্ষেপ 🥃কর🐟ল দমকল, ফায়ার অডিট আবশ্যিক করা হচ্ছে
সুজিত বসু জানান, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত ৪০টি ফায়ার স্টেশন আছে। বেশ কয়েকটি জায়গা থেকে নতুন ফায়া🦹র স্টেশন গড়ার প্রস্তাব এসেছে।তার মধ্যে রয়েছে দার্জিলিংয়ের সুখিয়াপোখড়ি, কালিম্পঙের গরুবাথান তাগদা, ঝালং, সোনাদা, বানারহাট, ইটাহার প্রভৃতি। এই জায়গাগুলিতে নতুন ফায়ার স্টেশন গড়ে তোলা হবে। তবে ফায়ার স্টেশন গড়ে তুললেই হবে না এর জন্য দরকার পরিকাঠামো। সেই কথা মাথায় রেখেই ৭৫ টি দমকল তৈরি করা হচ্ছে। মন্ত্রী বলেন, ‘জল ধারণ ক্ষমতা অনুযায়ী এই গাড়িগুলির মাপ হল আড়াই হাজার লিটার, পাঁচ হাজার লিটার এবং ১৪০০০ লিটার। আগামী কয়েক মাসের মধ্যে এই গাড়িগুলি তৈরি হয়ে যাবে। এরপর সেগুলি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন ফায়ার স্টেশনে পাঠানো হবে।’
উল্লেখ্য, বর্তমানে গোটা রাজ্যে ১৪০ টি ফায়ার স্টেশন রয়েছে। সেই সমস্ত ফায়ার স্টেশন𝐆গুলিতে নতুন গাড়ি পাঠানো হবে। এর পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুরে একটি ফায়ার স্টেশন তৈরি হচ্ছে। দ্রুতই সেটির উদ্বোধন হবে বলে মন্ত্রী জানিয়েছেন।