ছয় দিনে সাড়ে ৬০০ কিলোমিটার! বাস, বাইক বা সাইকেলে নয়, একেবারে দৌড়ে সাড়ে ৬০০ কিলোমিটার যাত্রাপথ পেরিয়ে বড় বাজার থেকে দার্জিলিং পৌঁছলেন তরুণ। অর্থাৎ প্রতিদিন ১০০ কিলোমিটারের বেশি পথ দৌড়েছেন। এভাবেই দৌড়ে নজির বললেন হাওড়ার ডোমজুড়ের বাসিন্🐟দা তরুণ রাজকুমার গৌর (২০)। তার স্বপ্ন ছিল দৌড়ে কলকাতা থেকে দার্জিলিংয়ে পৌঁছনো। সেই মতোই অসাধ্য সাধন করে লক্ষ্যে পৌঁছলেন এই ত🅺রুণ।
এটি তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। তার স্বপ্ন রয়েছে ওলিম্পিকে গোল্ড মেডেল আনা এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা। তারপর সেনাবাহিনীতে চাকরি পেতে চান এই তরুণ। তবে তার ৬ দিনের যাত্রাপথটা একেবারেই সহজ ছিল না। কখনও স্টেশনে, কখনও বাসস্ট্যান্ডে আবার কখনও ফুটপাথে রাত কাটিয়েছে রাজকুমার। তারপ﷽র সকাল হতেই থাকে আবার দৌড় শুরু করেছেন। বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে শিলিগুড়ি পৌঁছনোর পরে তার জ্বরও এসেছিল। কিন্তু, তারপরেও ইচ্ছাশক্তির জেরে অসাধ্য সাধন করলেন রাজকুমার।