♛ প্রতিবেশীর বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাণ্ডবেশ্বর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, জনতার ছোড়া ইটের ঘায়ে আহত হন ডিসি পূর্ব অভিষেক গুপ্তা। পুলিশকর্তার আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। সুতরাং আবার পুলিশ আক্রান্ত হল। গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবককে খুন করা হয়েছে। আর তারপর তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে বলে খবর।
ꦦ এদিকে পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম পল্লব (২২)। বাড়ি তাঁর পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে। ওই যুবকের সঙ্গে পাশের পাড়ার এক বধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। আজ, বৃহস্পতিবার সকালে ওই বধূর বাড়ি থেকেই যুবক পল্লবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে যুবক পল্লবের দেহ উদ্ধার করে। তবে অভিযোগ উঠেছে, যুবকের পরিবারের সদস্যদেরকে না জানিয়েই পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। আর সেই অভিযোগ থেকেই চরম উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুন: আলিপুরদুয়ারে খুলে গেল মহুয়া চা–বাগান, রাজ্য সরকারের হস্তক্ষেপে মিলল সমাধান
অন্যদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করতে গেলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশকে তখন বাধা দেয় জনতা। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ভাঙচুর করা হয়। বহু সাইকেল এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইট মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে ডিসি অভিষেক গুপ্তা গেলে গ্রামবাসীদের ছোড়া ইটে তাঁর কপাল ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। আহত হন একাধিক পুলিশকর্মী। এই পরিস্থিতিতে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও লাঠিচার্জ করতে বাধ্য হয় বলে অভিযোগ।♒ আশেপাশের থানা থেকেও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং কয়েকজনকে আটক করে।