রাজ্যে ফের বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল🎉। এবার বন্দুক হাতে দেখা গেল ভাটপাড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভাশিস চক্রবর্তীকে। সম্প্রতি বন্দুক হাতে তাঁর একাধিক ছবি ভাইরা💦ল হয়। ছবিতে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও দেখা গিয়েছিল তাঁকে।
আরও পড়ুন - ‘লোডশেডিংয়ের সঙ্গে মালদার ঘটনার কোনও সম্পর্ক নেই🍸’, জবাব দিলেন বিদ্যুৎমন্ত্রী
পড়তে থাকুন - মালদার মানিকচকে গুলি চালিয়েছে পুলিশ, মেনে নিলেন পুলিশ সুপার, বিদ্যুৎ চেয়ে বুলဣেট!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বন্দুক হাতে ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভাশিস চক্রবর্তীর একাধিক🍸 ছবি ভাইরাল হয়। ছবি দেখে মনে হচ্ছে রীতিমতো বন্দুক হাতে ফটো শ্যুট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা তৃণাঙ্কুরের সঙ্গেও শুভাশিসের ছবি দেখা গিয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। তিনি বন্🐎দুক কোথা থেকে পেলেন তাও জানা যায়নি।
এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল মানে গুন্ডাগিরি আর লুঠপাট। যে যত বেশি গুন্ডাগিরি করতে পারবে তৃণমূলে তার উত্থান তত তাড়াতাড়ি হবে। টাকা তুলে কালীঘাটে পাঠাতে পারবে এমন লোকদেরই নেতা করে তৃণমূল। সেই প্রতিযোগিতায় নেমেই ছাত্র নেতা♋ বন্দুক হাতে ছবি তুলেছেন।
বিজেপি নেতা অর্জুন সিং 🐷বলেন, ‘তৃণমূল করলে বন্দুক হাতে নিয়ে ঘোরার লাইসেন্স পাওয়া যায়। তাই পুলিশ এদের কিছু বলে না। লোককে ভয় দেখাতেই ওই তৃণমূল নেতা বন্দুক হাতে ছবি তুলেছেন। যে❀ রাজ্যে লেখাপড়া বলে কিছু অবশিষ্ট নেই সেখানে আবার ছাত্রনেতা!’
আরও পড়ুন - ‘বেনানা র💛িপাবলিক হয়ে উঠতে পারে না’, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করল রা🥃জ্যপাল
ঘটনার গুরুত্ব স্বীকার ♍করে নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, এদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এরা দুষ্কৃতী। পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ওই 🐠যুবক দলের কোনও পদে নেই। একজন দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশ যে ভাবে পদক্ষেপ করে ওর বিরুদ্ধেও তাই করবে। রাজনৈতিক নেতাদের অনেকের সঙ্গে ছবি তুলতে হয়। তৃণাঙ্কুরের সঙ্গে ওর ছবি আছে মানেই ও বড় নেতা এটা ভাবার কারণ নেই।