তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ। একেবারে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। এদের বাড়ি জাগুলগাছ🔯ি, সাঁইআটি, বড়ালি এলাকায়। আর টিটাগড়ে বোমা বিস্ফ꧙োরণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। এই টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালক জখম হয়েছিল। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা স্থানীয় দুষ্কৃতী বলে পুলিশ জানতে পেরেছে।
ঠিক কী ঘটেছিল ভাঙড়ে? গত মঙ্গলবার বোমা–গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় এলাকা। এখানকার তৃণমূল কংগ্রেস নেতা ফজলে করিমের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীর𒁃া। আর রাতে ১২ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। এই পরিস্ꦰথিতিতে রাতে খাটের নীচে লুকিয়ে প্রাণ বাঁচান তৃণমূল কংগ্রেস নেতা। তাঁর বাড়ির সামনে হামলার ছাপ স্পষ্ট ছিল। বাড়ির জানালা–দরজায় গুলির চিহ্ন মিলেছিল। বাড়ির উঠোনে পড়ে ছিল তাজা বোমা, গুলির খোল।
ঠিক কী ঘটেছিল টিটাগড়ে? গত বুধবার সন্ধ্যেবেলা টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বোমা বিস্ꦰফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দুই নাবালক। এখান থেকে উদ্ধার 🧜হয় একটি তাজা বোমা। প্রাইমারি স্কুলের পাশেই বোমা বিস্ফোরণ হওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল। বো🍰মাবাজির ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশকে কড়া পদক্ষেপ করতে অনুরোধ করেন। তবে রাজ্যের মুখ্যম𝄹ন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এখন অতি সক্রিয় রাজ্য পুলিশ। তাই অপরাধীদের ধরে ফেলা হচ্ছে। এবার টিটাগড়ে বোমা বিস্ফোরণে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।