আজ, সোমবার পাঁচটি কৌটো বোমা উদ্ধার করল পুলিশ। খড়দা থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জগতবল্লভভাই রোড এলাকায় পাঁচটি তাজা বোমা উদ্ধার করল খড়দা থানার পুলিশ। এই বোমা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্য༺াপক আলোড়ন পড়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এমন কৌটো বোমা উদ্ধার হওয়ায় টিটাগড় জুড়ে চর্চা শুরু হয়েছে। এই এলাকায় আগেও একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটেছে। সেখানে পাঁচটি কৌটো বোমা উদ্ধার হওয়ায় বড় ঘটনা ঘটতে পারত বলে মনে করছে পুলিশ অফিসাররা।
এদিকে এই বোমা রাখার অভিযোগ উঠেছে দুই হোমগার্ডের বিরুদ্ধে। যা আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে। তাই বোমা রাখার অভিযোগে দুই হোমগার্ডকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। এমনকী দুই হো꧋মগার্ডকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। অভিয📖ুক্ত দুই হোমগার্ডকে জিজ্ঞাসাবাদ করছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা। এই কৌটো বোমা উদ্ধারের ঘটনায় মহম্মদ শাহিদ এবং মহম্মদ শাহবাজকে গ্রেফতার করা হয়েছে। এরাই দু’জন হোমগার্ড।
আর কী জানা যাচ্ছে? বোমা উদ্ধারের ঘটনায় অস্থায়ী হোমগার্ডদের জড়িয়ে যাওয়ার ঘটন🤪ায় পুলিশ মহলে তৈরি হয়েছে তীব্র অস্বস্তি। গোটা ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন টিটাগড় পৌরসভ𝓀ার পুরপ্রধান কমলেশ সাউ। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন এমন কৌটো বোমা রাখা হল? হোমগার্ডরা কেন এসবে জড়াল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা।