সিনেমা হলে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ। আর তারপরে সোশ্যাল মাধ্যমে ভাইরাল করা হল অন্তরঙ্গ মুহূর্তের ছবি। এমনই অভিযোগ উঠেছে কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি আলিপুরদুয়ারের। ইতিমধ্যেই কিশোরীর পরিবার পুলিশের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ জানিয়েছে। তার ভিত্তিতে অভিযুক্ত তরুণকে পুলিশ গ্রেফতার করেছে।
আরও পড়ুন: ‘সদ্য আলাপ হওয়া’ যুবকের লালসার শিকার কিশোরী? অভিযুক্তকে ধোলাই দিয়ে চুল কাটল জনতা
অভিযোগ উঠেছে, বছর ১৬-এর ওই স্কুল পড়ুয়া কিশোরীর সঙ্গে সোশ্যাল মাধ্যমে পরিচয় হয়েছিল বছর ১৯- এর ওই তরুণের। এরপরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ক্রমেই তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপরেই ওই তরুণ কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখে নিজের মোবাইলে। তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েই দিনের পর দিন তাকে ব্ল্যাকমেল করে আসছিল ওই তরুণ। সম্প্রতি ওই তরুণ প্রেমিকাকে কোচবিহারের একটি সিনেমা হলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে ওই তরুণ কিশোরীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। ঘটনায় সোমবার কিশোরের পরিবার শামুকতলা থানায় ধর্ষণের অভিযোগ জানায়। তার ভিত্তিতে পুলিশ তরুণের বিরুদ্ধে পকসো এবং আইটি আইনে মামলা রুজু করে।