সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও তা লঙ্ঘন করেছে পাকিস্তান। যদিও গত কয়েকদিনের মধ্যে গতকাল রাতে শান্ত ছিল জম্মু-কাশ্মীর সীমান্ত। তবে বর্তমান পরিস্থিতিতে এখনও সীমান্তে চরম উত্তেজনা রয়েছে। কড়া নজরদারি চলছে সব সীমান্তে। বাংলার সীমান্তেও টহলদারি বাড়িয়েছে বিএসএফ।বিশেষ করে ‘চিকেনস নেক’ নিয়ে বেশি উদ্বেগ রয়েছে। এই অবস্থায় সেখানে নিরাপত্তাজনিত কারণে এবার ড্রোন উড়িয়ে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। ‘চিকেনস নেক’ শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় ড্রোন উড়িয়ে ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তের কাছে উদ্ধার রহস্যজনক ড্রোন, পুরোটা ফাঁস করল BSF
সাধারণত বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে অনেকেই ড্রোন উড়িয়ে ছবি তুলে থাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে নাশকতামূলক উদ্দেশ্যে ড্রোন উড়িয়ে চরবৃত্তি করা হতে পারে সেই আশঙ্কায় ড্রোন উড়ানোর উপর রবিবার নিষেধাজ্ঞা জারি করেছে দার্জিলিং জেলা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সেক্ষেত্রে ড্রোন ওড়াতে গেলে পুলিশের অনুমতি নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত। প্রসঙ্গত, গোটা দেশের ভৌগলিক দিক দিয়ে দার্জিলিং জেলা খুবই গুরুত্বপূর্ণ। এই জেলার সমতল শিলিগুড়ি হল উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। বহু পর্যটক এখানে যান। অনেকেই ড্রোন ব্যবহার করে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলে থাকেন।
অনুষ্ঠানের কারণে বা রিলস অথবা তথ্যচিত্র বানানোর জন্য ড্রোন উড়িয়ে থাকেন অনেকেই। তবে বর্তমান পরিস্থিতির কারণে দেশজুড়ে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে গুরুত্বপূর্ণ জায়গার তথ্য ফাঁস হতে পারে।
প্রসঙ্গত, ‘চিকেনস নেক’ এর পাশেই নেপাল এবং বাংলাদেশ অবস্থিত। ফলে এই এলাকা নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। রাজ্য পুলিশের পাশাপাশি বিএসএফ, সেনাবাহিনী, সিআরপিএফ এবং এসএসবির ক্যাম্প রয়েছে এখানে।
এবিষয়ে শিলিগুড়ি পুলিস কমিশনারেটের এক আধিকারিক জানান, সেনা ছাউনি, রেল স্টেশন, বিমানবন্দর সহ বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাই সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অনুমতি নিয়ে ড্রোন উড়িয়ে ছবি তুলতে হবে। যদি নিয়ম না মানা হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।