বৈশাখের শেষে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও কলকাতা ও লাগোয়া এলাকায় তা এখনও অধরা। ফলে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকার তাপমাত্রা হার মানাচ্ছে রাজস্থানের মরুভূমিকেও।
রবিবার ছুটির দিনে কলকাতার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি। দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি। হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভিকের থেকে ৫.৪ ডিগ্রি বেশি। বিধাননগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস।
ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভিকের থেকে ৫ ডিগ্রি বেশি। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি। এছাড়া আসানসোল, বহরমপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, পুরুল্যা, শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ – ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা হার মানিয়েছে রাজস্থানের মরুভূমিকেও। রবিবার রাজস্থানের জয়সওয়ালমেঢ়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর পর ছিল জয়পুর। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিবিহীন বৈশাখী তাপপ্রবাহ থেকে রেহাই পেতে এখন আকাশের দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী।