ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সীমান্তে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। উচ্চ-সতর্কতা জারি করা হয়েছে। সেই আবহে মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি গ্রাম থেকে উদ্ধার হল একটি ড্রোন। রহস্যজনক এই ড্রোন উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শনিবার রাতে দুর্গাপুর-বরোজডিহি গ্রামে ড্রোনটি পাওয়া যায়। পরবর্তীতে বিএসএফের তরফে জানানো হয়, যে ড্রোন উদ্ধার করা হয়েছে, তা প্রাণঘাতী নয়। কোনও অনুষ্ঠানের ছবি তোলার মতো কাজে ব্যবৃহত হয়।
আরও পড়ুন: পাক গোলবর্ষণে শহীদ BSF সাব ইন্সপেক্টর, জম্মুতে নিহত সরকারি আধিকারিক সহ ৫
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামটি সীমান্তের একেবারে কাছেই অবস্থিত। গ্রামের অদূরেই অবস্থিত বিএসএফ ক্যাম্প। শনিবার রাতে কয়জন যুবক গ্রামের একটি ভুট্টার খেতের পাশে বসে গল্প করছিলেন। সেইসময় তাঁদের মধ্যে একজন ভুট্টা খেতের পাশে ড্রোনটিকে পড়ে থাকতে দেখেন। তবে ড্রোনের কোনও মালিককে আশেপাশে খুঁজে না পাওয়ায় তিনি সেটি বাড়ি নিয়ে চলে যান। তবে ড্রোন উদ্ধারের ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর চলে যায় পুলিশ এবং বিএসএফের কাছে। পরে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ড্রোনটি খতিয়ে দেখেন।
জানা গিয়েছে, ড্রোনটি উদ্ধার হওয়া ঘটনাস্থলের কাছেই রয়েছে নিমতিতা বিএসএফ ক্যাম্প। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের কাছে খবর পেয়ে বিএসএফ সেখানে পৌঁছায়। স্থানীয়দের দাবি, গ্রামটি সীমান্তে অবস্থিত হওয়ায় চরবৃত্তির উদ্দেশ্যে কেউ বা কারা এই ড্রোন উড়িয়েছিল। তবে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় আর সেটি ফিরে যেতে পারেনি। বিএসএফ জওয়নারা ড্রোনটিকে নিয়ে যান। আর তারপর বিএসএফের তরফে যাবতীয় আশঙ্কা খারিজ করে দেওয়া হয়।
এবিষয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিতকুমার সাউ জানিয়েছেন, উদ্ধার হওয়া ড্রোনটি কোথা থেকে এসেছে. তা খতিয়ে দেখা হচ্ছে । বিএসএফ সেটির পরীক্ষা করছে। যদিও শেষপর্যন্ত জানা যায়, রবিবার সকালে পুলিশের কাছে এলাকার একজন যুবক এসে দাবি করেছেন ড্রোনটি তাঁর নিজের। ওই যুবকের মোবাইল এবং ল্যাপটপের যাবতীয় রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ।