সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি সমবায় ব্যাঙ্কের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এত বছর এই ব্যাঙ্ক দুটির পরিচালন কমিটি ছিল বামেদের দখলে। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন ৷ তার আগে এই সমবায় ব্যাঙ্কগুলির পারিচালন কমিটিগুলি জিতে নিজেদের দখলে নিয়ে আসতে পারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গড়িয়ার ঢালুয়ায় সংহতি সমবায় নির্বাচনে ৭৯ আসনের একটিতেও প্রার্থীই দিতে পারেনি বাম ও বিজেপি। প্রায় ১০ বছর পর রাজ্য সরকারের হস্তক্ষেপে স্বচ্ছ নির্বাচন হল। শুরু থেকেই সংহতি সমবায় ব্যাঙ্কে ক্ষমতায় ছিল সিপিএম। কিন্তু একটি আসনেও প্রার্থী দিতে পারেনি।
এদিকে বিরোধীদের কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। তার জেরে রবিবার নির্বাচনের দিনই তৃণমূল কংগ্রেসের ৭৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন নির্বাচন পরিচালন অফিসার। বোড়াল সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটি আগেই জিতে তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে নিয়েছে। এবার গড়িয়ার সংহতি কো–অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডেও জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। জয়ী সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা। পৌর পারিষদ সদস্য নজরুল আলি মণ্ডল এবং জেলা সমবায় দফতরের অফিসাররাও ছিলেন।
আরও পড়ুন: গাইঘাটায় ফাঁকা মাঠে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
অন্যদিকে এই জয়ের পর সমবায়ের ভারপ্রাপ্ত অফিসাররা জয়ী প্রার্থীদের জানান, এই সমবায় ব্যাঙ্ক থেকে বিদায়ী বোর্ডের বাম নেতারা প্রায় ১ কোটি টাকার বেশি সংস্থার থেকে ঋণ নিয়েছেন। কিন্তু একাধিকবার তাগাদা দিলেও সেই বিপুল পরিমান টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ। এই সমবায় দখল করলেও পরিচালন কমিটির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রায় ১ কোটি টাকা উদ্ধার করা। তৃণমূল কংগ্রেসের দাবি, শুধু সংবাদমাধ্যমে ভেসে থাকা বাম এবং বিজেপির নিচুতলায় সাধারণ মানুষের কাছে যে বিন্দুমাত্র সমর্থন নেই এটাই তার প্রমাণ।
তাছাড়া কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে একটু দূরেই ঢালুয়ার সংহতি কো–অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। এখানে বরাবরই সিপিএমের দাপট ছিল। ২০২০ সালে ওই পরিচালকমণ্ডলীর মেয়াদ শেষ হয়। কিন্তু নির্বাচন হয়নি। এখানে রাম–বাম বোঝাপড়া করার চেষ্টা হয়েছিল। যদিও লাভ হয়নি। রাজপুর–সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর নজরুল আলি মণ্ডল–সহ জয়ী প্রার্থীরা জয়ের সার্টিফিকেট নেন। নজরুল আলি মণ্ডল বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই সমবায় সাধারণ গরিব মানুষের সেবা করবে।’