ফের কল্যাণী এইমসে চাকরির নামে প্রতারণা চক্রের পর্দাফাঁস। এবার হাসপাতালের ভিতর থেকেই ৩ প্রতারককে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার না🐬ম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ করেছেন কয়েকজন প্রতারিত যুবক। এদের সঙ্গে গত এপ্রিলে ধৃত চক্রটির কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন - ছাপ্পার অভিযোগ প্রতিকুরের, ডায়ম💮ন্ড হারবার নিয়ে শুভেন্দুর দাবি আরও ভয়ানক
পড়তে থাকুন - মꦉুসলিমরা তাদের বিরুদ্ধে ভোট দিলেই TMCর ‘ধর্মনিরপেক্ষতা’র🍌 মৃত্যু হয়: অমিত মালব্য
শনিবার বিকেলে এইমস হাসপাতালের ভিতর থেকে সুব্রত বন্দ্যোপাধ꧋্যায়, দীপবল্লভ কর ও মৌসুমী দেবনাথ নামে ৩ জনকে গ্💖রেফতার করে পুলিশ। এর মধ্যে সুব্রত শিমুরালির বাসিন্দা। দীপবল্লভ ও মৌসুমী থাকেন হরিণঘাটায়। পুলিশের দাবি, কল্যাণী এইমস হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এরা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে এদের গ্রেফতার করে গয়েশপুর থানার পুলিশ। রবিবার আদালতে পেশ করলে ৩ জনকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন - ৩০ দূর অস্ত, বাংলায় 💞কত আসন পেতে পারে বিজেপি, ভোট শেষ হতেই ফাঁস করলেন খোদ সুকান্ত
কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ নতুন নয়। এর আগেও এই অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ ট🔥াকা নিয়ে জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে প্রতারণা চক্রের বিরুদ্ধে। অভিযোগ জমা পড়েছে পুলিশে। পুলিশি ধরপাকড়ের পরেও নতুন করে চালু হয়েছে প্রতারণা চক্র।