🧸 পুলিশ পিটিয়ে ফেরার হওয়ার পর অস্ত্র উদ্ধার হল উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল নেতার বাড়ি থেকে। শনিবার মুজিবুর রহমান নামে ওই কুখ্যাত দুষ্কৃতী তৃণমূল নেতাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশ কর্মীদের ঘিরে ধরে অভিযুক্তকে ছাড়িয়ে নেয় গ্রামবাসীরা। রবিবার দুপুরে সেই মুজিবুরের বাড়িতে তল্লাশিতে একটি একনলা বন্দুক ও তীর ধনুক পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশ সূত্রে। তবে পলাতক তৃণমূল নেতার টিকির পাত্তা এখনও পায়নি পুলিশ।
ꦺশনিবার অস্ত্র আইনে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুরকে ধরতে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতে যায় চোপড়া থানার পুলিশ। সেখানে মুজিবুরের বাড়ি ঘিরে ফেলে তারা। পুলিশের হাত থেকে বাঁচতে বাড়ির পিছন দিক থেকে পালিয়ে একটা পুকুরে ঝাঁপ দেয় মুজিবুর। এর পর পুকুরটি ঘিরে ফেলে পুলিশ। পুকুর থেকে তাকে তুলে আনে। এর পর পুলিশের গাড়িতে অভিযুক্তকে তোলার সময় পুলিশকর্মীদের ঘিরে ফেলেন গ্রামের মহিলারা। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গ্রাম। এরই মধ্যে মুজিবুর ফের পুলিশের গাড়ি থেকে পালায়। অভিযোগ পালানোর সময় পাশের গ্রামে গুলি চালায় সে।
𒊎মুজিবুরের বিরুদ্ধে সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচারের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে একটি একনলা বন্দুক ও বেশ কিছু তীর ধনুক উদ্ধার হয়েছে।
🍌ওদিকে ঘটনার পর থেকে বেপাত্তা মুজিবুর। তাকে খুঁজে বার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ। শনিবারের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পুরুষশূন্য গোটা গ্রাম। টহল দিচ্ছে পুলিশ। এমনকী রবিবার গ্রামের হাটও বসেনি।