পর্যটনের বিকাশ নাকি♑ শিল্প তালুক এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না গ্রামের লোকজন। এদিকে সেই পরিস্থিতিতে ওই এলাকায় শিল্প তালুক গড়তে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ প্রশাসন।
শিল্প তালুক করতে গিয়ে বিপাকে পড়ল রাজ্য সরকার। পুরুলিয়ার জয়পুরের আঘরপুর এলাকার ঘটনা। পুরুলিয়ার আঘরপুরে শিল্প তালুকের পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও জনতার মধ্য়ে𝔍 সংঘর্ষ শুরু হয়ে যায়। এর জেরে কয়েকজন আহত হয়েছিলেন। তবে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতির মোকাবিলা করে। এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। মহিলারাও এই বিক্ষোভে শামিল হয়েছিলেন। সব মিলিয়ে ১৩জন মহিলাকে পুলিশ আটক করে। পরে পরিস্থিতি কিছুট🌳া নিয়ন্ত্রণে আনার পরে ফের মাটি খোঁড়ার কাজ শুরু হয়।
শনিবার শিল্পতালুকের জন্য পাঁচিল তৈরির কাজ করতে গিয়েছিল পুলিশ। আর সেই সময় বাধা দেন স্থানীয়রা। তাদের দাবি স্থানীয় এলাকায় একটা টিলা মতো রয়েছে। সেখানে শীতের দিন পর্যটকরা আসেন। একাধিক সিনেমার সুটিংও হয়েছে সেখানে। সেক্ষেত্রে ꦚসেখানে যাতে কোনও ক্ষতি না হয় সেটা দেখতে হবে। খাস জমিতে শিল্প তৈরির নাম করে যাতে সবুজ ধ্বংস না হ🐻য় সেটা দেখাও দরকার।
এলাকার প্রচুর পুলিশ গিয়েছিল। তাদের নিশানা করে পাথর ছোঁড়েন স্থানীয়রা। দ্রুত উত্তেজনার পারদ চড়তে থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একাধিক মহিলা কনস্টেবলও আহত হন। কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠ💜িচার্জ 𒁃করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, ১৭ একর জমি শিল্প তালুকের জন্য চিহ্নিত করা হয়েছে। সেই জমিতেই শিল্প তালুকের জন্য ব𒈔্যবহার করা হবে। তবে সেটা করার আগে জমিটা ঘের𝐆ার কাজ করা হচ্ছে। আর সেটা করতে গিয়েই সমস্যা তৈরি হয়।
এদিকে এই বাংলাতেই বাম আমলে শিল্প স্থাপন করতে গিয়ে সিঙ্গুরে বাঁধার মুখে 🃏পড়েছিল টাটা। আর এবার পুরুলিয়াতে শিল্প তালুকের জন্য় পাঁচিল করতে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ প্রশাসন।