রাস্তাঘাটে প্রতিদিনই বাড়ছে টোটোর দাপট। এর ফলে যেমন যানজটের সমস্যা বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনা। এই অবস্থায় টোটোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়েছে। এনিয়ে নীতি আনার কথা আগেই জানিয়েছিল পরিবহণ দফতর। এনিয়ে আরও স্পষ্টভাবে জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানিয়েছেন, টোট💦ো নিয়ে বিশেষ পরিকল্পনা করছে রাজ্য সরকার। টোটো নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ ব🎀্যবস্থা আনা হচ্ছে।
আরও পড়ুন: অটো-টোটোর দাপটে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেꦡছে বহু রুট, পদক্ষেপের আর্জি বাস মালিকদের
বালুরঘাটে একটি অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী রাস্তাঘাটে অনিয়ন্ত্রিতভাবে টোটো চলার কথা স্বীকার করে নেন। তিনি জানান, বেশ ক💃িছু শহরে লাগামহীনভাবে টোটো চলাচল করার ফলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে। তার জন্য আগামী দিনে টোটোর রেজিস্ট্রেশন এবং পারমিটের ব্যবস্থা করা হবে। এর ফলে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনা সম্ভব হবে টোটোকে। টোটোতে বসানো হবে কিউআ♍র কোড এবং নম্বরযুক্ত স্টিকার। প্রথমে টোটো গণনা করা হবে। তারপর পঞ্চায়েত থেকে শুরু করে, পুরসভা, ব্লক এবং জেলায় কত সখ্যক টোটো রয়েছে তার তথ্য সংগ্রহ করা হবে। সেই তথ্য সংগ্রহ করার পরেই কিউআর কোড বসানো শুরু হবে। এই কিউআর কোডে স্ক্যান করলেই টোটো সম্পর্কে যাবতীয় তথ্য এবং মালিকের যাবতীয় তথ্য বেরিয়ে আসবে।
শুধু তাই নয়, সাধারণ গাড়ির মতোই টোটোতে নম্বরযুক্ত স্টিকারও লাগানো হবে। এরফলে টোটোগ൩ুলিকে সাধারণ গাড়ির মতো আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হবে।রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের প্রায় ২০ থেকে ২২ লক্ষ অবৈধ টোটো রয়েছে। কিন্তু, এত বিপুল পরিমাণে অবৈধ টোটো থাক🌃া সত্ত্বেও তার তথ্য পরিবহণ দফতরের হাতে নেই। তাই এই অবস্থায় প্রথমে টোটো গণনা করা হবে। তার পরে এই কাজে নামবে পরিবহণ দফতর।
উল্লেখ্য, অবৈধ টোটো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উষ্মা প্রকাশ করেছেন।গত অগস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পরিবহণমন্ত্রী, সচিব ও বিভাগীয় কর্তাদের সঙ্গে বৈঠক করে অবৈধ টোটো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাছাড়া, টোটো থেকে রাজ্য সরকারের কোনও আয় হচ্ছে না বꦬলেও উল্লেখ করা হয় ওই বৈঠকে। পরিবহণ দফতর সূত্রের খবর, রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর টোটোর জন্য কিআর কোড তৈরি এবং বিশেষ স্টিকারের দায়িত্বে🎉 থাকবে । এছাড়াও টোটো সংক্রান্ত একটি বিশেষ অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এরফলে টোটো চালকদের জীবিকা ব্যাহত হবে না। টোটো চলাচল সুশৃঙ্খল হবে বলেই জানিয়েছেন মন্ত্রী।