জেলবন্দি করে রোখা যাবে না তাঁদের মেয়েকে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা ও মা। কুলটির বাড়িতে বসে দুজনেই জানালেন প্রতি মুহূর্তে মেয়ের পাশে রয়েছেন তাঁরা।গত ২৬ ফেব্রুয়ারি আনিস খানের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিস অভিযান কর্মসূচির ডাক দিয়েছিল বাম ছাত্রযুবরা। পুলিশ তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। তার জেরে আহত হন কয়েকজন পুলিশকর্মী। হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। ইতিমধ্যে হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন তাঁরা। ওদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার হন মীনাক্ষীসহ ১৬ জন বাম নেতাকর্মী। আজও জামিন হয়নি তাঁদের। হাওড়া জেলে বন্দি তাঁরা।সংবাদমাধ্যমকে মীনাক্ষীর বাবা মনোজ মুখোপাধ্যায় বলেন, ‘মেয়ের সঙ্গে জেলে গিয়েছে দেখা করেছি। কেমন আছে জানতে চেয়েছি। ও যে পথে এগিয়েছে তাতে এটাই স্বাভাবিক। সরকার ইচ্ছা করে ওদের জামিন দিচ্ছে না। অভিযোগ এনেছে, মীনাক্ষী না কি বোমা ছুঁড়েছে। আহত পুলিশকর্মীদের চিকিৎসার নথি আদালতে পৌঁছে দিচ্ছে না পুলিশ।’মনোজবাবু জানান, ‘আমি আনিসের বাবার সঙ্গে দেখা করেছি। ওনার সঙ্গে কথা বলে আমি অনুপ্রেরণা পেয়েছি। ছেলেকে হারিয়ে চাপের মুখে উনি বিক্রি হননি। বরং সুবিচারের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।’মীনাক্ষীর মা পারুলদেবী বলেন, ‘মেয়ে মানুষের জন্য পথে নেমেছে। আমি চাই ও এগিয়ে যাক। সরকার জোর করে ওকে আটকে রেখেছে।’ সোমবার মীনাক্ষীদের জামিনের আবেদনের ফের শুনানি হবে হাওড়া আদালতে।