রিষড়ায় দিলীপ ঘোষের রামনবমীর মিছিল ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল গতকাল। ছড়িয়েছিল হিংসা। সেই ঘটনায় আজ সকাল পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। এদিকে ঘটনায় আটক হয়েছেন আরও অনেকে। এদিকে রিষড়া এবং মাহেশ এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সোমবার সকালে নতুন করে কোনও সহিংসতার ঘটনা না ঘটলেও এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। রবিবার (২ এপ্রিল) রাত ১০ টা থেকে আজ (৩ এপ্রিল, সোমবার) রাত ১০ টা পর্যন্ত রিষড়া ও আশেপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। এছাড়া সোমবার রাত পর্যন্ত যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে অপ্রয়োজনে বাড়ি থেকে বের হতে সাধারণ মানুষকে বারণ করেছে পুলিশ। (আরও পড়ুন: রেশন তোলার নিয়মে 'আমূল পরিবর্তন', রাজ্য সরকারকে 'বাইপাস' করে কী জানাল 🌳কেন্🎉দ্র?)
প্রসঙ্গত, রবিবার রিষড়ায় একটি শোভাযাত্রা বের করা হয়েছিল বিজেপির তরফে। সেখানে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও। রিষড়ার বাঙ্গুর পার্ক থেকে মাহেশ পর্যন্ত যাওয়ার কথা ছিল সেই মিছিলের। দিলীপ ছাড়াও সেই মিছিলে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং শ্রীরামপুরের বিজেপি সভাপতি মোহন আদক। ওই মিছিল ওয়েলিংটন জুটমিল পেরিয়ে যাওয়ার মুখে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। রাস্তার ধারের গাড়ি, ঠেলা, গুমটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বিমান ঘোষ–সহ একাধিক নেতা জখম হন। দিলীপবাবুকে তাঁর নিরাপত্তারক্ষীরা নিরাপদ স্থানে নিয়ে যান। বিরাট পুলিশ বাহিনী এসে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিজেপির অভিযোগ, মিছিলে বাধা দেওয়ার জন্য একদল দুষ্কৃতী ঢিল ছোড়ে এবং বোমাবাজি করে। বিজেপির অভিযোগ, গোটা ঘটনার সময় রাজ্যের পুলিশ ‘নীরব দর্শকে’র ভূমিকা পালন করছিল। যদিও পরিস্থিতি সামাল দিতে গিয়ে রিষড়া থানার ওসি পিয়ালি বিশ্বাস–সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: কেন্দ্রের সমা💟ন ডিএ এই রাজ্যে, 'এগিয়ে বাংলা...', শুভেচ্ছা বার্তা ꦯশুভেন্দুর)
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারেไর টাকা পাওয়া আরও সহজ হল🐬, বড় নিয়ম বদল করল রাজ্য সরকার
এদিকে রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। এদিকে সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে যান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব, রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রিষড়ায় এরকম ঘটনা কখনও ঘটেনি। প্রচুর লোক বাইরে থেকে আনা হয়েছিল। খুব উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। একটি মিছিলের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কে থাকবে, তা জানানো হয়নি। একটি লোক বাইরে থেকে এসে উস্কানি দিয়ে পালিয়ে গিয়েছে। ত🌱ারপরেও বলব, প্রশাসন দেখুক। সকলেই অন্যায় করেছে।’