একে একে কেটে গিয়েছে প্রায় ১২টি দিন। তারপরও এখনও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরাতে পারেনি ভারত সরকার। এমনকী তাঁর পরিবারকে কোনও ইতিবাচক ইঙ্গিতও দেখাতে পারেনি কেন্দ্র বলে অভিযোগ। আর তার ফলেই পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ স্বামীর কর্মস্থল পাঠানকোটে খোঁজ নিতে যান। কিন্তু সেখানে গিয়েও সমস্যার কোন সমাধান বের হয়নি। রিষড়ার পূর্ণম সাউকে এখনও মুক্তি দেয়নি পাকিস্তান। তাঁর সম্পর্কেও কোনও তথ্য পরিবারকে দিতে পারেননি বিএসএফ কর্তারা। তবে এখন একটি ঘটনাকে কেন্দ্র করে আশার আলো দেখছেন পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ। শনিবার রাজস্থান থেকে একজন পাক রেঞ্জারকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে বিএসএফ। তাতেই হুগলির রিষড়ার সাউবাড়ির সদস্যরা আশার আলো দেখছেন।
এদিকে রজনী সাউকে কেউ সদর্থক কোনও ইঙ্গিত দেখাতে পারেনি। পূর্ণমের স্ত্রী এবার জানান, ১২ দিন কেটে গেলেও তাঁদের কাছে পূর্ণমের বিষয়ে কোনও খবর আসেনি। তবে এই রেঞ্জার ধরা পড়ায় আশার আলো দেখতে পাচ্ছেন রজনী। কারণ সীমান্ত পেরিয়ে এপারে এসেছিল ওই পাক রেঞ্জার। বিএসএফের হাতে গ্রেফতার হয়েছে ওই পাক সেনা। এবার হয়তো পূর্ণম সাউয়ের হদিশ মিলবে। কারণ, ভারতের হাতে এই পাক রেঞ্জার ধরা পড়ার জেরে একজনের বদলে অন্যজনকে ফেরত পাওয়ার রাস্তা খুলে যেতে পারে বলে মনে করছেন স্ত্রী রজনী।
আরও পড়ুন: হলদিয়ার সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ধরাশায়ী বাম–বিজেপি, সব আসনে জয়ী তৃণমূল
অন্যদিকে সূত্রের খবর, পাকিস্তানে সেনাকে ছাড়াতে শনিবারই ফ্ল্যাগ মিটিংয়ে বসেছিল দুই দেশের সেনা অফিসাররা। সেখানে পাকিস্তানের পক্ষ থেকে ওই জওয়ানের মুক্তির দাবি করা হয়েছে। তাই এখন মনে করা হচ্ছে একের বদলে এক ফর্মুলায় এবার পূর্ণম সাউকে ছেড়ে দিতে পারে পাকিস্তান। এপ্রিল মাসের শেষদিকে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে পাঠানকোট সীমান্ত থেকে বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে পাকিস্তান সেনা আটক করেছিল। তারপর থেকে নানা টালবাহানা করলেও ছাড়েনি জওয়ান পূর্ণমকে। এবার পাকিস্তানই প্যাঁচে পড়ে গিয়েছে।
এছাড়া রিষড়ার সাউভিলায় যে উদ্বেগ এপ্রিল মাস থেকে দেখা গিয়েছিল সেটা এখন অনেকটা কমেছে। কারণ এই আশার আলো। পূর্ণম সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামীর জন্য পাঠানকোটে ছুটে গিয়েছিলেন একটু খবরের আশায়। তাঁকে বিএসএফের সদর দফতর উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষে খালি হাতেই জওয়ানের স্ত্রীকে ফিরতে হয়। তারপরও তিনদিন কেটে গেল। কিন্তু পূর্ণম সাউয়ের মুক্তির উপায় কেমন করে হবে সেটার হদিশ কেউ দিতে পারেননি। বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী বলেন, ‘পাকিস্তান রেঞ্জারের বদলে বিএসএফ কর্তারা আমার স্বামীকে ফিরিয়ে আনবেন বলে আশায় আছি।’