রཧাণী রাসমণির পর আর এক রাণী গল্প নিয়ে আসছে জি বাংলা। না তিনি কোনও রূপকথা বা গল্পের রাণী নন, তিনি বাংলার এক মহীয়সী নারী। তিনি নাটোরের রাণী ভবানী। এবার রাণী ভবানীর গল্প বলবে জি বাংলা।
রাণী রাসমণির বিষয়ে সকলেই প্রায় জানেন, অনেকে 💦আবার তাঁর জীবনী ভিত্তিক নানা বইও পড়েছিলেন। তবে জি বাংলা রাণী রাসমণির গল্প যে ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিল, তা সকলের মন ছুঁয়ে গিয়েছিল। দর্শকদের পছন্দের অন্যতম সেরা ম꧂েগা হয়ে উঠেছিল এই ধারাবাহিক।
আরও পড়ুন: কন্নড় ফিল꧋্ম💛 ইন্ড্রাস্টিতে নিষিদ্ধ হতে পারেন সোনু নিগম? মেগা মিটিংয়েই হবে ভাগ্য নির্ধারণ
অনেক মেগাই আসে, আবার শেষও হয়ে যায়, কিন্তু দর্শকদের মনে চিরস্থ🍎ায়ী ছাপ ফেলে যেতে পারে না। সেখানে 'করুনাময়ী রাণী রাসমণি' বাংলার দর্শকদের মনে সারা জীবনের জন্য গেঁথে গিয়েছে। এখনও নানা ভাবে এই মেগার প্রসঙ্গ উঠে আসে। আর এবার ফের জি বাংলা তেমনই একটি ধারাবাহিক দর্শকদের সামনে উপস্থাপন করার কথা জানিয়েছে।
💛সোমবার জি বাংলার পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে সেখানে দেখা যায় এক যুদ্ধের আবহের ছবির প্রেক্ষাপটে একটি লেখা ফুটে উঠছে। সেখানে লেখা আছে, 'রাণী রাসমণি পর, বাংলার অন্য এক মহীয়স♒ী নারীর গল্প এবার জি বাংলায়। আসছে রাণী ভবানী'।
আরও পড়ুন: নাম বুলেট সরোজি♎নী, এদিকে বাইক চা𓄧লাতেই পারেন না দিয়া! কীভাবে হচ্ছে কাজ, মুখ খুললেন HT Bangla-তে
কিন্তু ‘রাণী ভবানী’র ভূমিকায় কাকে দেখা যাবে? তা অবশ্য এখনও জানা যায়নি। তবে অনেকেই এই ভূমিকায় অভিনেত্রী তিয়াশা লেপচাকে দেখতে চেয়েছেন। কারণ তাঁকে এর আগেও 'রাণী ভবানী'র ভূমিকায় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবা♑হিকে ক্যামিও করতে দেখেছিলেন দর্শকরা। সেই মেগার প্রসঙ্গ টেনেই একজন অনুরাগী মন্তব্য করেন, ‘তিয়াশা দিদিভাই ছাড়া রাণী ভবানী অসম্পূর্ণ।’
তবে কেবল তিয়াশা নয় অনেকে অঙ্কিতা মল্লিককে এই ভূমিকায় দেখতে চেয়েছেন। দাপটে ‘দুর্গা’ আর 'জগদ্ধাত্রী'র চরিত্রে মাধ্যমে ইতিমধ্যেই সকলের মনে জায়গা করে নিয়েছেন। আবার অনে🗹কে পায়েল দেকে এই ‘রাণী ভবানী’ হিসেবে দেখতে চয়েছেন।
তাছাড়াও এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে দর্শকরা অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লেখেন, ‘রাণি ভবানী আনার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো কাজ করলেন। অনেক দিনের ইচ্ছে ছিল রাণি ভবানীর উপর আলাদা একটা সিরিয়াল হোক। ভালো স্লট ভালো প্রোডাকশন এবং ভালো কাস্টদের নিয়ে তবেই আসবেন। রাণি রাসমনির মতো হবে।’ আর একজন লেখেন, ‘অনেকদিন পর দেখার মত 𒀰কোনও সিরিয়াল আসতে চলেছে, খুব খুশি। খুব ভালো অভিনেত্রীকে নেবেন প্লিজ। নতুন মুখ হলেও অসুবিধা নেই।’