শুরুটা করেছিলেন একদা তৃণমূল কংগ্রেস এবং বর্তমানে বিজেপি নেতা তথা বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। রাজনৈতিক আক্রমণ শানিয়েছিলেন তাঁর বর্তমান দলেরই প্রবীণ নেতা তথা প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে লক্ষ্য করে। সদ্য বিবাহিত দিলীপ ঘোষকে তিনি 'ত্যাগী থেকে ভোগী' বলে তীব্র কটাক্ষ করেছিলেন!
পালটা জবাবে দিলীপ বলেছিলেন, 'যাঁরা চারটে বউ আর আটটা গার্লফ্রেন্ড রাখেন, তাঁরা দিলীপ ঘোষকে নিয়ে কথা বলছেন!' পরবর্তীতে এই বিবাদে দিলীপের পাশে দাঁড়িয়ে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে নিশানা করেন বিজেপি থেকে তৃণমূলে নাম লেখানো সুজাতা মণ্ডল। প্রাক্তনকে তিনি 'দলবদলু, ধান্দাবাজ, চরিত্রহীন' বলে তোপ দাগেন! এবার সেই আকচাআকচিতে জুড়ে গেল নয়া পর্ব! প্রাক্তন স্ত্রী সুজাতার গায়ে কার্যত দুর্নীতিবাজের তকমা সেঁটে দিলেন সৌমিত্র!
আজ (রবিবার - ৪ মে, ২০২৫) বিষ্ণুপুরের বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন সৌমিত্র। সেখানে তিনি হাজির হন ফাইলবন্দি 'নথি ও তথ্যপ্রমাণ' নিয়ে! সেইসব প্রমাণ তুলে ধরেই সুজাতার বিরুদ্ধে একের পর এক 'বাণ' ছোড়েন সৌমিত্র। তাঁর প্রথম দাবি, সুজাতা শ্যামবাজারের একটি স্কুলে চাকরি করেন। কিন্তু, গত প্রায় ৬ বছর তিনি সেই স্কুলে যান না। অথচ, প্রতিমাসে নিয়ম করে বেতন তোলেন! বিষয়টি নিয়ে রাজ্য শিক্ষা দফতরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বিজেপি সাংসদের দাবি, শিক্ষা দফতরের কোনও এক আধিকারিকের সঙ্গে খাতির থাকার সুবাদেই নাকি সুজাতা অনৈতিকভাবে এই কাজ করে চলেছেন এবং তৃণমূল কংগ্রেসে নাম লেখানোয় বেআইনি কাজ করেও পার পেয়ে যাচ্ছেন!
সৌমিত্রর দ্বিতীয় অভিযোগ, সুজাতা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। এবং সেই পদে থাকার সুযোগ নিয়েই তিনি নাকি ৭০ শতাংশ কাটমানির বিনিময়ে যাবতীয় কাজ করেন। এমনকী, তিনি নাকি পুকুরে মাছ ছাড়ার বিনিময়েও তোলাবাজি করেন।
সৌমিত্রর তৃতীয় অভিযোগ, তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল বছরে নাকি তিনবার বিদেশযাত্রা করেন। সৌমিত্রর প্রশ্ন, এত টাকা সুজাতা পেলেন কোথা থেকে? তা খতিয়ে দেখা দরকার বলে দাবি করেন তিনি। এমনকী, সুজাতার বাবার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়েও তদন্ত হওয়া দরকার বলে মনে করেন বিজেপি সাংসদ।
তাঁর দাবি, তাঁর কাছে সুজাতার বিরুদ্ধে সমস্ত দুর্নীতির প্রমাণ রয়েছে। সেসব তিনি আদালতে পেশ করবেন। সৌমিত্র জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ভুয়ো তথ্য রটানোর অভিযোগে তিনি সুজাতাকে আইনি নোটিশ পাঠাবেন।