রাতেই কি 𒆙'অ্যাকশন' হবে? বুধবার সন্দেশখালিতে পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজীব কুমারের রাত্রিবাসের খবরের মধ্যেই সেই জল্পনা তুঙ্গে উঠেছে। বিশেষত বুধবার রাতের অন্ধকারে রাজ্য পুলিশের ডিজি অজানা জায়গায় (অজানা দ্বীপ) যাওয়ায় সেই জল্পনা আরও বেড়ে গিয়েছে। বুধবার সন্ধ্যা ছ'টা নাগাদ লঞ্চে চেপে কোনও অজানা গন্তব্যের উদ্দেশে রওনা দেন রাজ্য পুলিশের ডিজি। সঙ্গে ছিলেন দক্ষিণবঙ্গের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সুপ্রতিম সরকার এবং পুলিশের একাধিক শীর্ষকর্তা। ঘণ্টাদুয়েক পরে তাঁরা সেখানে ফিরে আসেন। সেইসময় লঞ্চের আলোও নিভিয়ে দেওয়া হয় বলে একটি মহলের দাবি করা হয়েছে। সেই পরিস্থিতিতে রাতেই কোনও ‘অ্যাকশন’ হওয়ার জল্পনা বেড়েছে। বিশেষত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করার ছক তৈরি করা হয়েছে কিনা, সেই জল্পনাও তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। শুধু নাম গোপন রাখার শর্তে এক পুলিশ অফিসার🌄 শুধুমাত্র বলেছেন, ‘আমাদের বলা হয়েছে যে সন্দেশখালিতেই রাতে থাকবেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল।’
সেই জল্পনার মধ্যেই বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শাহজাহানকে গ্রেফতার করার ক্ষমতা আছে রাজ্য পুলিশের। কাশ্মীর থেকে সারদা কর্তা সুদীপ্ত সেনকে ধরে এনেছিল। সন্দেশখালিতে শিবু হাজরা, উত্তর সর্দারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশই। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের শাহজাহানকেও ধরার ক্ষমতা আছে বলে জানিয়েছেন অভিষেক। তাঁর দাবি, আদালতে রাজ্য পুলিশের হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, তাতে 𝔉স্থগিতাদেশ জারি করা হয়েছে বলে দাবি করেছেন অভিষেক।
আরও পড়ুন: Sandeshkhali: ২ সপ্তাহের মাথায় সন্দেশখালিতে DGP, 🌳টোটো চড়ে গেলেন 🔯থানা, সরেজমিনে দেখলেন এলাকা
আর যে শাহজাহানকে নিয়ে এত আলোচনা, সেই তৃণমূল নেতা মূলত শিরোনামে এসেছেন গত ৫ জানুয়ারি থেকে। রেশন দুর্নীতি মামলায় সেদিন তাঁর বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখানে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। কয়েকদিন পরই সন্দেশখালিতে শাহজাহান, তাঁর ঘনিষ্ঠ শিবু, উত্তমদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়। সেই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালিতে সন্ত্রাসের রাজ চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মারধর, হুমকি, অত্যাচার, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় সরাসরি যুক্ত ছিল শাহজাহান বাহিনী। সেই পরিস্থিতিতে প্রবল চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। পরবর্তীতে উত্তম এব শিবুকে গ্রেফতার করা হয়েছে। আর এই রাতেই শাহজাহানের𝄹 পালা? উত্তর হাতড়াচ্ছে সন্দেশখালি।
আরও পড়ুন: Surinder Ahluwalia on Khalistan issue: 'মূর্খের কথায় বিচলিত হওয়া ঠিক নয়', 'খলিস্তান♎ি' বিতর্কে মুখ খুললেন BJP-র শিখ সাংসদ