২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সংগঠন নিয়ে বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন মাসের মধ্যে তিনি সংগঠনের খোলনলচে পাল্টে দেব♋েন বলে বার্তা দিয়েছিলেন। এবার সেটাই শুরু হল সন্দেশখালি থেকে। শেখ শাহজাহান এখন জেলে। তাও ৬ মাস হয়েছে। এবার শেখ শাহজাহানের পরিবর্তে সন্দেশখালি–১ ব্লকের নতুন সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সন্দেশখালি–১ ব্লকের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। আর সন্দেশখালি–২ ব্লকের সভাপতি হয়েছেন দিলীপ মল্লিক। মিজানুর আগে একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন পঞ্চায়েত সদস্য। আর দিলীপ এখন সন্দেশখালি–২ ব্লকের জনস্বাস্থ্য বিভা🃏গের কর্মাধ্যক্ষ।
এই ব্লক সভাপতি নতুন করে করার মধ্যে দিয়ে অভিষেকের কথা বাস্তবায়িত হতে শুরু করল। আজ, শনিবার দু’জন ব্লক সভাপতির নাম ঘোষণা করা হল। সন্দেশখালি ইস্যু নিয়ে বিজেপি ফায়দা তুলবে ভেবেছিল। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। বরং বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসই জেতে। এই ফসল ঘরে 🔯তোলার ক্ষেত্রে যে দু’জন মাটি কামড়ে পড়েছিলেন তাঁরা হলেন—দমকলমন্ত্রী সুজিত বসু এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তাঁরাই নিজেদের মতো করে দক্ষ সংগঠক খুঁজে নাম প্রস্তাব করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেই তাতে সম্মতি দিলে আজ ঘোষণা হয়ে যায় নাম।
আরও পড়ুন: ‘🧜মমতার পদত্যাগ করা উচিত’, আরজি কর কাণ্ডে♌র ঘটনায় তোপ দাগলেন নির্ভয়ার মা
সন্দেশখালি নিয়ে যে রাজনীতি হয়েছিল তা ধামাচাপা পড়ে যায় স্টিং অপারেশনের ভিডিয়ো সামনে আসার পর। তারপর হেরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তিস্বরূপা রেখা পাত্র। এখন আর তাঁকে দেখা যায় না। যদিও ওই ভিডিয়ো যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। এই বিষয়ে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহ꧃াত ব⭕লেন, ‘দিদি সভাপতিদের নামে সম্মতি দেওয়ায় রাজ্য সভাপতি তাঁদের নামে অনুমোদন দিয়েছেন। আর সুজিত বসু নতুন ব্লক সভাপতিদের নিয়োগপত্র দিয়েছেন। সুতরাং সন্দেশখালির দুটি ব্লকেই সাংগঠনিক কাজকর্ম করতে এবার আমাদের সুবিধা হবে।’ ২৯ ফেব্রুয়ারি গ্রেফতার হন শাহজাহান। তার পর থেকেই শূন্য ছিল এই দুই ব্লকের সভাপতির পদ।