একসপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন তিনি। কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে ৯ দিনের মাথায় তাঁর দেহ মিলল। বাংলার শিলিগুড়ি থেকে তাঁর দেহ মিলল। আর তারপরই আলোড়ন পড়ে গিয়েছে তিস্তা নদী সংলগ্ন খাল এলাকায়। হ্যাঁ, তিনি সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী আরসি পৌড়িয়াল। আজ, বুধবার পুলিশ সূত্রে এই খবর মিলেছে। ফুলবাড়ির তিস্তা খালে তাঁর দেহ ভাসতে দেখা যায়। যা উদ▨্ধার করে পুলিশ। সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী আরসি পৌড়িয়াল (৮০) সম্পর্কে পুলিশ জানিয়েছেন, দেহটি ময়নাতদন্ত করা হবে।
এদিকে পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে তিস্তার জলের ধারায়💦 উপর থেকে নীচে এ🥀সে পড়েছে। তাঁর পোশাক এবং হাতের ঘড়ি থেকে তাঁকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তিস্তার জলে ভেসে এসেছে সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দেহ। এই ঘটনা কেমন করে ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে নিখোঁজ হওয়ার পর তাঁকে খুঁজে বের করতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করা হয়েছিল। প্রবীণ এই রাজনীতিবিদ ৭ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে তাঁর দেহ মিলল তিস্তা খালের জলে। এই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি পাকইয়ং জেলার ছোটা সিংটম এলাকায়। তাঁর মৃত্যু হলেও তদন্ত জারি থাকবে।
আরও পড়ুন: আবার যুবক–যুবতীকে সালিশি সভায় ডেকে💯 মারধরের অভিযোগ, মালদায় গ্রেফতার ১১ জন
অন্যদিকে কদিন আগেই বা🌼ংলার এক হোটেল থেকে বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধার হয়েছিল। সেটার তদন্তে নেমে খুনের তথ্য সামনে আসে। তারপর নানা চাঞ্চল্যকর খবর সামনে আসতে থাকে। এবার সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী আরসি পৌড়িয়ালের দেহ তিস্তায় ভেসে ওঠার জেরে নেপথ্যে অন্য কিছু আছে কিনা তা তদন্ত করে দেখা শুরু হয়েছে। এখানে আর একটি উল্লেখযোগ্য বিষয় হল—আরসি পৌড়িয়াল সিকিম বিধানসভার প্রথম স্পিকার🌺 ছিলেন। পরে তিনি বনমন্ত্রীও হন। সুতরাং এমন একজন রাজনীতিবিদের এভাবে মৃত্যু কেমন করে সম্ভব? তা নিয়ে উঠছে প্রশ্ন।