সন্দেহ হয়েছিল। এবার সেই সন্দেহ নিয়ে তদন্তে নেমে নিশ্চিত হল পুলিশ। আর তার জেরে মাকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল ছেলেকে। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার ভোলেরহাটের সর্দারপাড়ায় এভাবেই বৃদ্ধার মৃত্যু রহস্য প্রকাশ্যে নিয়ে এল পুলিশ। রবিবার মাঝরাতে পুলিশ মৃতার ছোট ছেলে দীপক রাইকে গ্রেফতার করে। কারণ তথ্যপ্রমাণ বলছে, মায়ের খুনে অভিযুক্ত এই ছেলেই। মা সরস্বতী রাইকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করার কথা স্বীকার করেছে পুলি🧜শের কাছে।
ঠিক কী ঘটেছিল উস্তিতে? স্থানীয় সূত্রে খবর, ꧋গত শুক্রবার থেকে আর দেখা যায়নি বৃদ্ধা সরস্বতী রাইকে। বৃদ্ধাকে খুন করে বাড়ির ‘সেপটিক ট্যাঙ্ক’–এ ফেলে দেওয়া হয়। আর রবিবার ওই সেপটিক ট্যাঙ্ক থেকে বৃদ্ধার দেহ উদ্ধার হয়। তার আগে বৃ্দ্ধার ভাই রামচন্দ্র পাসওয়ান পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশ তদন্তে নেমে মৃতার ছোট ছেলে দীপক এবং তার স্ত্রী সুপর্ণা ও স্থানীয় যুবক খোকন ফকিরকে আটক করে দফায় দফায় জেরা করেন। আর কথায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মাকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলে দীপককে। ধৃত দীপকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় মাম🐽লা দায়ের করা হয়েছে। আজ, সোমবার ধৃতকে ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে তোলা হবে। ডায়মন্ড হারবারের এসডিপিও জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে, মায়ের বিবাহবহ🎃ির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে যায় ছেলে। তারপরই চরম হতাশায় দীপক খুন করেছে।