বৃহস্পতিবার ঘোষিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফলাফল। এরপর থেকেই বিতর্ক যেন থামছেই না। প্রথম হওয়া ছাত্রীর ধর্মের উল্লেখ থেকে বিভিন্ন জায়গায় ফেল করায় পড়ুয়াদের বিক্ষোভ। আর এবার ফলাফল জানতেই পারল না মধ্যমগ্রাম বসুনগর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। এই স্কুলের ছ'জন পড়ুয়া ওয়েবসাইটে নিজেদের রেজাল্টও জানতে পারেননি। স্কুলে গিয়ে হাতে পাননি মার্কশিটও। আর এতেই চিন্তা বেড়েছে পড়ুয়াদের।মধ্যমগ্রাম বসুনগর উচ্চ বিদ্যালয়ের ৬ পরীক্ষার্থীর অভিযোগ, ওয়েবসাইটে প্রয়োজনী তথ্য দিয়ে লগ ইন করলেও তাদের ফল দেখাচ্ছে না। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষও নাকি পড়ুয়াদের কোনও নির্দিষ্ট জবাব দিতে পারেনি। উল্লেখ্য, এই ছয় পড়ুয়ার রোল নম্বর পরপর। অভিভাবকরাও চিন্তায় পড়েছেন রেজাল্ট না আসায়। এদিকে ফল না পেলে তো কলেজে ভর্তির জন্যে পদক্ষেপও নেওয়া যাবে না।উল্লেখ্য, করোনা আবহে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে অনেকেই ফএল করেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। অনেক ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীদের দাবি, যে অভ্যন্তরীণ মূল্যায়নের কথা বলা হচ্ছে, সেখানেই স্কুল কর্তৃপক্ষ তাদের কম নম্বর দিয়েছে। এমনকী, স্কুলের তরফে তাদের প্রজেক্ট রিপোর্ট জমা না দেওয়ারও অভিযোগ উঠেছে বহু ক্ষেত্রে। অবশ্য পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল যে ফলাফলে খুশি না হলে পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা। পরিস্থিতি স্বাভাবিক হলে এই সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।