চিকিৎসা শিক্ষায় দুর্নীতির অভিযোগে এবার💛 বিক্ষোভের আঁচ ছড়াল উত্তরবঙ্গেও। দুর্নীতিতে অভিযুক্ত চিকিৎসককে হাসপাতালে কাজে যোগদান করতে বাধা দিতে তাঁর ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, দুবৃত্তমুক্ত শিক্ষা প্রশাসন চাই। যদিও তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক।
আরও পড়ুন - ‘আমার মেয়ে দুর্নীতির বলি, আরও অনেক𒅌ে জড়িত’, সন্দ🔯ীপ গ্রেফতার হতেই বললেন বাবা
পড়তে থাকুন - ‘প্রমাণ হল আমি ভুল বলিনি’, সন্দীপের গ্রেফতারির পর ইঙ্গিতবহ বার্তা শান্তনু🧸র
সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্𒈔যাল কলেজে বদলি করা হয়েছে কোচবিহার মহারাজা জিতেন্ত্র নারায়ণ মেডিক্যাল কলেজের মেডিক্যাল সুপার রাজীব প্রসাদকে। তাঁর বিরুদ্ধে প্রায় ১ বছর ধরে দুর্নীতির তদন্ত চলছে। ২০২৩ সালের মে মাসে MJN মেডিক্যাল কলেজের কর্মী নুরউদ্দিন মল্লিক আর্থিক তছরুপের অভিযোগ করেন। তাঁর অভিযোগ ছিল, হাসপাতালে রোগীর খাবার, বেডশিট ও অন্যান্য সামগ্রী ধোয়ার লন্ড্রি খরচ, পিপিপি মডেলের এমআরআই, এক্স-রে, সিটিস্ক্যান, ডায়ালিসিসের খরচ, সরকারি গাড়ির তেল খরচ সহ আনুষঙ্গিক নানা বিষয়ে আর্থিক তছরুপ হয়েছে। অভিযোগের তদন্ত গত সেপ্টেম্বরে স্বাস্থ্য ভবন থেকে তিনজন আধিকারিক MJN হাসপাতালে গিয়ে তদন্ত চালান। তাতে দুর্নীতি ধরা পড়ে বলেও দাবি।
সেই রাজীব প্রসাদকে দিন কয়েক আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যাপক হিসাবে বদলি করা হয়েছে। আর তাতেই আপত্তি পড়ুয়াদের। দুর্নীতিতে অভিযুক্ত ওই চিকিৎসককে কাজে যোগদান করℱতে দিতে রাজি নন তাঁরা। এই দাবিতে সোমবার তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। এক বিক্ষোভকারী বলেন, রাজীব প্রসাদের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ রয়েছে। উনি কোচবিহারে কী করেছেন সবাই জানেন। এখানেও উনি একই কাজ করবেন। আমরা দুর্নীতিমুক্ত শিক্ষা প্রশাসন চাই। তাই ওনাকে এখানে♔ কাজে যোগদান করতে দেব না।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডে অভীক দে-কে সাসপেন্ড করল🍸 টিএমসিপি, দায় ♚এড়াতে মরিয়া শাসকদল
অভিযোগ অস্বীকার করে রাজীব প্রসাদ বলেন, ‘এসব ভিত্তিহীন কথা। একটা হাসপাতাল চালাতে গেলে সবার মন রাখা যায় না। যাদের মন রাখতে পারিনি তারাই অভিযোগ করেছে। একজন শিক্ষকের উচিত শিক্ষাদানের মাধ্যমে পড়ুয়াদের 👍মন জয় করা। আমিও সেই চেষ্টা করব।’ ওদিকে উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষের দাবি, রাজীব প্রসাদের বিরুদ্ধে আমার কাছে কেউ কোনও অভিযোগ করেনি। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে বলে আমি জানি না।