২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছে ভারত সরকার। এই নিয়ে মার্কিন বিদেশ দফতরের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করেন এক পাকিস্তানি সাংবাদিক। সেই সময় পোডিয়ামে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে জবাব দিচ্ছিলেন ভারতীয় বংশোদ্ভূত বেদান্ত প্যাটেল। তিনি বিদেশ দফতরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র। এবং পাক সাংবাদিকের বাউন্সারের সামনে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড়ের মতো 'লিভ' করলেন বেদান্ত। (আরও পড়ুন: চোখের পলকে খতম হবে শত্রু, হাইপরসনি🃏ক মিসাইলের সফল টেস্টে নয়া পালক ভারতের মুকুꦰটে!)
আরও পড়ুন: একযুগ পর উত্তর𝕴বঙ্গের এই রুটে রেললাইন সম্প্রসারণের কাজ শুরু, তবে এখনও রয়ছ꧒ে জট
রিপোর্ট অনুযায়ী, গত ১৪ নভেম্বর এক পাকিস্তানি সাংবাদিক প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেলকে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে প্রশ্ন করেন। সেই প্রশ্নের মুখে পড়ে বেদান্ত বলেন, 'এই বিষয়টি ভারত ও পাকিস্তানের মধ্যকার ইস্যু। তাই এই বিষয়ে তাঁদেরই মুখ খোলা উচিত। আমা এর মধ্যে যাব না।' তবে মার্কিন প্রশাসনের নীতি স্পষ্ট করে দিয়ে বেদান্ত বলেন, 'আমরা মনে করি, খেলাধুলা নিঃসন্দেহে মানুষকে ঐক্যবদ্ধ করার একটি শক্তিশালী মাধ্যম।' (আরও পড়ুন: ভারতে প্রথম বুলেট ট্রেন তৈরি করা সংস্থার হাত ধরেই লক্꧂ষ্মীলাভ হবে বাংলার?)
উল্লেখ্য, এখনও যা ঠিক আছে, তাতে পাকিস্তানেই হতে চলেছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে প্রতিযোগিতার সব ম্যাচই পাকিস্তানে হবে কি না, তা নিয়ে কোনও সদুত্তর মেলেনি। এরই মাঝে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর হওয়ার কথা ছিল পাকিস্তানে। যদিও সেই ট্যুর এবার বাতিল করে দেয় আইসিসি। উল্লেখ্য, এই ট্রফি ট্যুরে গন্তব্যের তালিকায় পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি শহরের নাম উল্লেখ করেছিল পিসিবি। এরপরই এই নিয়ে বড় সিদ্ধান্ত নেয় আইসিসি। যার জেরে পাকিস্তান জোর ধাক্কা খায়। উল্লেখ্য, খেলাকে হাতিয়ার করে পাকিস্তান রাজনৈতিক এবং কূটনৈতিক ভাবে এই ট্রফি ট্যুরকে ব্যবহা𝕴র করতে চেয়েছিল ভারতের বিরুদ্ধে। তবে আইসিসির সিদ্ধান্তের জেরে সেই পথ বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আবহে ১৬ নভেম্বর থে🥃কে শুরু হওয়ার কথা ছিল ট্রফি ট্যুর। ২৪ 𓆏নভেম্বর পর্যন্ত সেটি চলার কথা। সেই ট্যুরের সূচি প্রকাশ করে পাক ক্রিকেট বোর্ড জানিয়েছিল, মুজাফ্ফরাবাদে, স্কারদু, হুনজাতেও যাবে এই ট্রফি। উল্লেখ্য, এই তিনটি জায়গাই পাক দখলে থাকা ভারতীয় ভূখণ্ড। এই আবহে ভারত-পাকিস্তান সম্পর্কে আরও তিক্ততা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে এই ট্যুরই বাতিল করে দিয়েছে আইসিসি।
উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীর যে তাদেরই, এটা প্রমাণ কর বারবার সেখানে বিদেশি অতিথিদের নিয়ে যায় ইসলামাবাদ। এর আগে মার্কিন সেনেটরকেও সেখানে নিয়ে গিয়েছিল পাকিস্তান। যার কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। আর এবার আইসিসি𝕴 ট্রফি পাক অধিকৃত কাশ্মীর দিয়ে ঘোরানোর পরিকল্পনা করেছিল পিসিবি। তবে তাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিল আইসিসি।
প্রসঙ্গত, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিকে সাম্প্রতিক বেশ কিছু রিপোর্টেই দাবি করা হচ্ছে, হাইব্রিড মডেলে পাকিস্তানেই অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাতে ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। এরই সঙ্গে সেমিফাইনাল এবং ফাইনালও হবে না পাকিস্তানে। তবে এই হাইব্রিড মডেলকে নাকি 'না' করে দিয়েছে পিসিবি। উল্লেখ্য, বর্তমানে পিসিবি চেয়ারম্যান আবার মোহসিন নকভি। তিনি পাকিস্তানের মন্ত্রীও বটে। এই আবহে ক্রিকেটকে হাতিয়ার করে ভারতকে বাগে আনতে চাইছে পাকিস্তান। তবে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে তারা যাবে না। অপরদিকে🍃 ভারতকে ছাড়া আইসিসি টুর্নামেন্টের কথাও ভাবা যায় না। এই ♚আবহে হাইব্রিড মডেলে পিসিবি সহমত না হলে প্রতিযোগিতা দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলেও দাবি করা হচ্ছিল। তবে সেই ক্ষেত্রে আবার পাকিস্তান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে পারে বলে শোনা যাচ্ছে।