তারকেশ্বরের বিভিন্ন এলাকায় কুকুরের তাণ্ডব। অন্তত ৪০জনকে কামড়েছে ওই কুকুর। আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ। আহতদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল, আরামবাগ মহকুমা হাসপাতাল ও কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর দশমীর বিকালে প্রথম কুকুরটি আচমকা লোকজনকে তাড়া করতে শুরু করে। এরপর একের পর এক কামড়। মুখে, মাথায়, শরীরের বিভিন্ন অংশে কামড়ে দেয় কুকুরটা।তারকেশ্বরের বালিগড়ি এলাকায় আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন সাধারণ মানুষ। শিশু, মহিলা, বয়স্ক যাকেই সামনে পেয়েছে কামড়ে দিয়েছে ওই কুকুর।স্থানীয় এক বাসিন্দা বলেন, দুপুর তিনটে থেকে কুকুরটি একেবারে এলাকায় দাপিয়ে বেড়ায়। একের পর এক লোকজনকে এটি কামড়ে দেয়। এরপর সন্ধ্যা সাতটা নাগাদ কুকুরটি মারা গেলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরে।শেখ সালাম নামে এক ব্যক্তি বলেন, একাধিক জনের একেবারে মুখের উপর ঝাঁপিয়ে পড়েছিল কুকুরটা। মনে হয় ক্ষ্যাপা হয়ে গিয়েছে কুকুরটা। আতঙ্কে লোকজন রাস্তায় বের হতে পারছিল না।বহু মহিলাকেও কুকুরটি কামড়ে দেয় বলে খবর। চিকিৎসক শুভঙ্কর ঘোষ বলেন, ওপিডিতে আমাদের কাছে খবর এসেছিল একটা কুকুর এলাকায় কয়েকজনকে কামড়াচ্ছে। তখনও পর্যন্ত আমাদের কাছে দুজন এই ধরনের জখম রোগী এসেছিল। তারপর একে একে রোগীর সংখ্য়া বাড়তে থাকে। বিকাল তিনটের পর থেকে ১১-১২জন রোগী আসতে থাকে। বিভৎসভাবে কামড়ে দিয়েছিল কুকুরটা। কারোর চোখের পাশে কামড়েছে। দুজন রোগীকে রেফার করা হয়েছে। ৩৬-৩৭ জনকে আমরা চিকিৎসা করিয়েছি। তবে বাড়তি চিকিৎসক নিয়ে এসে পরিষেবার দেওয়ার চেষ্টা করছি। ইঞ্জেকশনও দেওয়া হয়েছে।